
চাঁপাইনবাবঞ্জে আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। রবিবার সকালে জেলাশহরে প্রয়াসের নকীব হোসেন মিলনায়তনে নির্বাহী পরিচালক হাসিব হোসেনকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মীরা। এছাড়াও ফুল দিয়ে শুভেচ্ছা জানায় রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম, দৈনিক গৌড় বাংলা, পিস প্রজেক্ট।
এ সময় উপস্থিত ছিলেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রেসিডেন্ট মোসা. মারুফা আক্তার, নির্বাহী সদস্য প্রশান্ত কুমার সাহা ও জামিলা বেগম, সাধারণ সদস্য শরিফুল আলম, প্রয়াসের পরিচালক মুখলেছুর রহমান, জ্যেষ্ঠ উপপরিচালক নাসের উদ্দীন সজল, সহকারী পরিচালক (নিরীক্ষণ) আবুল খায়ের খান, রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার ও প্রয়াসের সহকারী পরিচালক (যোগাযোগ) আলেয়া ফেরদৌস, সহকারী পরিচালক তাজেমুল হক ও জুলফিকার আলী, কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, দৈনিক গৌড় বাংলার ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশির, রুপান্তরের প্রতিনিধি মিথুন কুমার সাহা ও মোস্তফা কামালসহ প্রয়াসের এরিয়া ম্যানেজার ও সকল ইউনিটের ম্যানেজার।
দরিদ্র জনগোষ্ঠীকে একটি বিশেষ সাংগঠনিক কাঠামোর আওতায় এনে সঞ্চয় ও ঋণ কর্মসূচির মাধ্যমে নিজস্ব ব্যবস্থাপনায় অর্থনৈতিক কার্যক্রম গড়ে তোলার সুযোগ সৃষ্টি করা এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচনে সহযোগিতা করার লক্ষে কাজ করছে প্রয়াস। বর্তমানে ৫টি জেলার ২৬টি উপজেলায় ৫০টি ব্র্যাঞ্চ এবং ১৮টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। শুধু দরিদ্র জনগোষ্ঠী নয়, পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে এবং তাদের স্বাবলম্বী করতেও কাজ করছে প্রয়াস। সমাজের জন্য ও মানুষের কল্যাণে কাজ করে যাবে প্রয়াস এই প্রত্যাশা এর কর্মকর্তাদের।
সংস্থাটির নির্বাহী পরিচালক হাসিব হোসেন প্রয়াসের সকল কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানান।