
চাঁপাইনবাবগঞ্জ জেলার উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সদস্যদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। সংস্থাটির লিফট প্রকল্পের আওতায় ২০ জন সদস্যের মাঝে ১টি করে ছাগল বিতরণ করা হয়। বুধবার বিকেলে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ঠাকুর যৌবনে প্রয়াসের ব্ল্যাক বেঙ্গল ছাগলের ব্রিডিং খামারে পিকেএসএফের সহযোগিতায় ছাগলগুলো বিতরণ করা হয়।
প্রয়াসের নির্বাহী পরিচালক হাসিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন গোদাগাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুব্রত সরকার।
প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, প্রয়াস মানুষের উন্নতির জন্য ছাগল দিয়ে থাকে। তাই আমি প্রয়াসের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আর ছাগল লালন পালন করে সবাই লাভবান হবেন এটাই প্রত্যাশা করি।
গোদাগাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুব্রত সরকার ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন সম্পর্কে পরামর্শ দিয়ে বলেন, ছাগল পালনে এখন বাংলাদেশ অনেক এগিয়েছে। আমরা অনেক জায়গায় দেখেছি যে অনেকেই ইন্ডিয়ান ছাগল ও যমুনাপাড়ি ছাগল পালন করে থাকেন। কিন্তু আপনি যদি খামারি হিসেবে পালন করতে চান তাহলে আমি আপনাদের বলব ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করেন। সেটা পালন করলে অনেক লাভবান হবেন। তিনি বলেন, আমি প্রয়াসকে ধন্যবাদ জানাই একটি ভালো উদ্যোগ নেয়ার জন্য। সামনে যেন আরো বেশি করে তারা এ কাজটি করে।
এ সময় পিকেএসএফের কার্যক্রম ব্যবস্থাপক মিনহাজ উদ্দীন শেখ কিভাবে ছাগল পালন করলে লাভবান হওয়া যায় তা তুলে ধরে বলেন, আপনারা কিভাবে ছাগল পালন করবেন কিভাবে করতে পারেন এ জিনিসটি কিন্তু আপনাদের বুঝেশুনে ঠিক করতে হবে। অল্প খরচে আপনাদের আশেপাশে যতটুকু জায়গা আছে সেখানে ঘাস লাগাবেন বা তরিতরকারির খোসা বা ভাতের মাড় এসব খাওয়াতে পারেন তাহলেই কিন্তু ছাগল ভালো থাকবে। আপনারা যদি এভাবে সচেতন হয়ে কাজ করেন তাহলে আপনারা সফল হবেন পাশাপাশি প্রয়াস সফল হবে।
ছাগল বিতরণ অনুষ্ঠানে উপকারভোগীদের সাথে কথা বললে তারা জানান, এসব ছাগল তারা মাচায় লালন পালন করবেন। কোনো অসুখ হলেই ডাক্তারের পরামর্শ নিব। পাশাপাশি একটি ছাগল থেকে আরো দশটি ছাগল কিভাবে হবে সে চেষ্টা আমরা করব।
সভাপতির বক্তব্যে প্রয়াসের নির্বাহী পরিচালক হাসিব হোসেন সুবিধাভোগীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কাজটি ভালোভাবে করবেন। আপনি একা ভাববেন আপনার উন্নয়নের জন্য। কিন্তু পরক্ষণে ভাববেন আমরা সামাজিক জীব। তিনি বলেন- কোনো ব্যবসার উন্নতি ঘটাতে হলে একসাথে কাজ করতে হবে। প্রথমে আপনার পরিবার তারপর সমাজ বা কোনো সোসাইটি আছে এদের মাধ্যমে আপনাকে কাজ করতে হবে। আপনার ছাগলটি অসুস্থ হলে পাশের বাড়ি থেকে এগিয়ে আসবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, শাহ নেয়ামতুল্লাহ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ শরিফুল আলম, লিফট প্রকল্পের ব্যবস্থাপক ও ফোকাল পার্সন ডা. শাহরিয়ার কামাল, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল, খামার টেকনিশিয়ান জামাল উদ্দীন। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা।