চাঁপাইনবাবগঞ্জের নেজামুপরে বিনামূল্যে চিকিৎসা সেবা দিল প্রয়াস

চাঁপাইনবাবগঞ্জ নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে বিনোদ বিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
পিকেএসএফ-এর সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি সমৃদ্ধি কর্মসূচির আওতায় এই ক্যাম্পের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে এই ক্যাম্পের উদ্বোধন করেন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শাকিল মাহমুদ। ক্যাম্পে রোগী দেখেন ডা. সারাবান তোহুরা, ডা. মুক্তাদির আহমেদ। ক্যাম্পে ৬৫ জন গাইনী রোগী ও ৭৬ জন ডায়াবেটিস রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়। ক্যাম্পে উপস্থিত ছিলেন, সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী মো. উজ্জল হোসেন, ইউনিট ব্যবস্থাপক আরিফুল ইসলাম, প্রয়াস হেলথ কেয়ারের ব্যবস্থাপক রুহুল আমিন, প্রয়াস হেলথ কেয়ারের ল্যাব টেকনিশিয়ান,স্বাস্থ্য কর্মকর্তা মো. শামীম হোসেন, অলিউল্লাহ, সমাজ উন্নয়ন কর্মকর্তা তৌহিদ ইসলামসহ সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্য পরিদর্শকগণ।