চাঁপাইনবাবগঞ্জের ফতেপুরে মাছ চাষের উপকরণ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে মাছ চাষের উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় তিনজন ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে উপকরণগুলো বিতরণ করা হয়। উপকরণগুলোর মধ্যে রয়েছে ফিশিং গিয়ার (জাঁকিজাল, বিত্তি) তৈরি এবং বিপণন প্রদর্শনীর সকল উপকরণ যেমন, দা, হেক্সফ্রেম, ব্লেড, আড়ি, কড সুতা, ৩, ৪, ৬ নম্বর সুতা, লোহার কাঠি, সাইনবোর্ড ও তথ্য বুক।
এ সময় উপস্থিত ছিলেন প্রয়াসের মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, ফতেপুর শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন।
ফতেপুর ইউনিয়নের আলিশাপুর গ্রামের তাজকেরা বেগম ও ফতেপুর গ্রামের মানিরা খাতুন বলেন, আমরা মাঝেমধ্যে জাকি জাল, বিত্তি তৈরি করতাম। চাহিদা থাকলেও নিয়মিত উৎপাদন করতে পারতাম না অর্থের অভাবে। মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাকের পরামর্শে ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির আর্থিক সহযোগিতা পেয়ে নিয়মিত ফিশিং গিয়ার তৈরি করছি এবং স্থানীয় বিভিন্ন বাজারে বিক্রি করছি এতে করে আমাদের পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরে পেয়েছি। সেবামূলক কাজ করার জন্য আরেকজন সদস্য রঞ্জিত কুমার প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটিকে ধন্যবাদ জানান।