নাচোলে প্রয়াসের পরিকল্পনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির উপজেলা পরিকল্পনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্রয়াসের ইউনিট ১৫, নাচোল কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শারমিন আকতার, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী হোসেন শামীম ও কৃষি কর্মকর্তা বুলবুল আহমেদ, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহকারী পরিচালক তাজেমুল হক, কর্মসূচি ব্যবস্থাপক ফারুক আহমেদ, আঞ্চলিক ব্যবস্থাপক মনিরুজ্জামান, ইউনিট ব্যবস্থাপক আতিকুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিদ্যুৎ সরকার, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সহকারী কৃষি কর্মকর্তা রুহুল আমিন, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এমদাদ আলী।
প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটের আওতায় চলমান কর্মসূচি সম্পর্কে উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করার লক্ষে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রয়াসের কর্মকর্তাসহ সংস্থাটির গ্রাম সমিতির এই তিন সেক্টরের কৃষকরা অংশগ্রহণ করেন।