নিরাপদ খাদ্য দিবসে প্রয়াসের র‌্যালি ও আলোচনা সভা

সুস্বাস্থ্যের মূলনীতি, নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধি” এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। বুধবার সকালে উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১ গোবরাতলায় এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. বিমল কুমার প্রামানিক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা আবু সালেহ ইউসুফ আলী, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির পরিচালক মুখলেছুর রহমান, কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, এসিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জহুরুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক বাশার আলী, কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ইউনিট ব্যবস্থাপক প্রসন্ন কুমার পাল, সহকারী কৃষি কর্মকর্তা রুহুল আমিনসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।