প্রয়াসের উদ্যোগ প্রয়াসের উদ্যোগে নাচোলে উচ্চ ফলনশীল ধান চাষ প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১৫ এর উদ্যোগে ২ দিনব্যাপী উচ্চ ফলনশীল নতুন ধানের জাত চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সংস্থাটির কৃষি ইউনিটের আওতায় এ প্রশিক্ষণে নাচোল উপজেলার বিভিন্ন এলাকার ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন। গত মঙ্গলবার ও আজ বুধবার এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. আব্দুল নুর, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কর্মসূচি ব্যবস্থাপক ফারুক আহমেদ এবং এসইপি প্রজেক্ট ম্যানেজার মো. জহরুল ইসলাম, নাচোল ইউনিট ব্যবস্থাপক মো. আতিকুর রহমান এবং প্রয়াসের কৃষি সহকারী কর্মকর্তা রুহুল আমিন।
যেসব জাতগুলোর ওপর প্রশিক্ষণ দেয়া হয়েছে সেগুলো হলো- বঙ্গবন্ধু ১০০, ব্রি ধান ৮১, ব্রি ধান ৮৯, ২৫ ও ২৯।