
চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে উপজেলা পর্যায়ে পরিকল্পনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-২ মহারাজপুরে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রয়াসের কর্মসূচি ব্যবস্থাপক ফারুক আহম্মেদ।
এসময় আরো উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সলেহ আকরাম, আমনুরা মৎস্য বীজ খামারের খামার ব্যবস্থাপক আমানুল্লাহ খান, শিবগঞ্জ উপজেলার প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. হাসান আলী, প্রয়াসের আঞ্চলিক ব্যবস্থাপক তুহিন আলী, ইউনিট ব্যবস্থাপক এনামুল হক, কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ অন্য কর্মকর্তাবৃন্দ।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র অর্থায়নে পরিকল্পনা ও সমন্বয় সভার আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিট।
সভায় মিডিয়া পার্টনার ছিল দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।