প্রয়াসের উপজেলা পর্যায়ে পরিকল্পনা ও সমন্বয় সভা

চাঁপাইনবাবগঞ্জ জেলার উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কৃষি ইউনিট এবং মৎস্য ও প্রাণিসম্পদ ইউনিটের আওতায় উপজেলা পর্যায়ে পরিকল্পনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলাশহরের বেলেপুকুরে প্রয়াসের নকীব হোসেন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রয়াসের নির্বাহী পরিচালক হাসিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা ড. আমিমুল এহসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ ড. বিমল কুমার প্রামানিক।
সভায় বক্তারা প্রয়াসের সাথে কাজ করার জন্য বলেন এবং প্রয়াসের কার্যক্রম দেখে তারা প্রয়াসকে ধন্যবাদ জানান।
প্রয়াসের কর্মসূচি ব্যবস্থাপক ফারুক আহমেদের সঞ্চালনায় সভার শুরুতে প্রয়াসের কার্যক্রম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন সংস্থাটির কৃষি কর্মকর্তা মাসুদ করিম, প্রাণিসম্পদ কর্মকর্তা মনোয়ারুল ইসলাম মাসুদ, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রয়াসের লিফট কর্মসূচির ফোকাল পার্সন ডা. শাহরিয়ার কামালসহ কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদের সঙ্গে সম্পৃক্ত জেলার ৫ জন কৃষক।