
চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলায় প্রযুক্তি সহায়তা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১ গোবরাতলায় উপকরণ বিতরণ করেন কর্মসূচি ব্যবস্থাপক ফারুক আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন- প্রয়াসের আঞ্চলিক ব্যবস্থাপক বাসার উদ্দিন, ইউনিট ব্যবস্থাপক প্রসন্ন কুমার পাল, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, চর জমি বন্ধক কর্মসূচির অফিসার মাহমুদুল হাসান, সহকারী মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এমদাদুল হকসহ অন্যরা।
প্রয়াসের সদস্য ৫ মাছচাষিকে প্রযুক্তি সহায়তা উপকরণ দেয়া হয়। উপকরণের মধ্যে ছিল ঝাঁকি জাল, চুন, রাসায়নিক সার, ভার্মি কম্পোস্ট সার, মাচা তৈরির জাল, জিআই তার।
খাসি মোটাতাজাকরণ উপকরণের মধ্যে ছিলÑ মাচা, খাবার ঘাসের বীজ, জীবাণুনাশক।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।