
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির উদ্যোক্তা সদস্যদের মধ্যে মাছের রেণু বিতরণ করা হয়েছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সংস্থাটির ফতেপুর শাখায় ৪ জন সদস্যের মধ্যে রুই, বাটা, সিলভারকার্প এবং বিগহেড মাছের রেণু বিতরণ করা হয়।
প্রয়াসের সমন্বিত কৃষি ইউনিটের (মৎস্য খাতে) আওতায় পোনাগুলো বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেনÑ প্রয়াসের কর্মসূচি ব্যবস্থাপক ফারুক আহমেদ, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, ফতেপুর শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন এবং হিসাবরক্ষক মজলুম হোসেন।
প্রয়াসের কর্মসূচি ব্যবস্থাপক ফারুক আহমেদ জানান, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির গ্রাম সমিতির সদস্যদের স্বাবলম্বী করার জন্য দেড় কেজি করে মোট ৬ কেজি রেণু পোনা বিতরণ করা হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র কারিগরি সহযোগিতায় মাছের রেণু বিতরণ করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।