
চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রধান উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) এর আওতায় চলমান কার্যক্রম পরিদর্শন করছেন সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব হাসান মারুফ। বুধবার (৫ জানুয়ারি) সকাল থেকে তিনি পরিদর্শন শুরু করেন। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে বেলা ১১টা থেকে প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। প্রয়াসের প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় যুগ্ম সচিব হাসান মারুফ বলেন-গোপালভোগ, ক্ষিরসাপাত, ল্যাংড়া ও ফজলির বাইরে যে আরো অনেক আম আছে তা আমরা ভুলতে বসেছি। জেলা প্রশাসনের ম্যাংগো পিডিয়া বইতে দেখলাম ১০০টি আমের জাত। এসব জাতের মধ্যে থেকে আমাদের রপ্তানিযোগ্য আমের ওপর গুরুত্ব দিতে হবে। হাসান মারুফ বলেন-বরেন্দ্র অঞ্চলে পানির স্তর নিচে নেমে যাওয়ায় টিউবওয়য়েলে পানি পাওয়া যাচ্ছেনা। কাজেই শুধু ধান উৎপাদনের মধ্যে থাকলে চলবে না। আমাদের কম পানি ব্যবহারের মাধ্যমে অধিক ফসল উৎপাদন করে চাষি যেন লাভবান হয় সে দিকে নজর দিতে হবে। ফসলের ধরন পরিবর্তন করতে হবে।
তিনি বলেন-যে কাজগুলো চাষিকে শেখাবেন সে কাজগুলো যেন টেকসই হয়, চাষি যেন ভুলে না যায়। একদিন হয়ত এই প্রকল্প বন্ধ হয়ে যাবে কিন্তু চাষিকে যে প্রশিক্ষণ দেয়া হবে তা থেকে যবে। আমি মনে করি আপনারা সে কাজটিই করছেন এবং করবেন।
প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক হাসিব হোসেনর সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় আরো উপস্থিত ছিলেন, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) প্রোগ্রাম অফিসার (এসইপি) জুলফিকার রহমান, প্রয়াসের পরিচালক মুখলেছুর রহমান, কণিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, সহ প্রয়াসের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় এসইপি প্রকল্পের কার্যক্রম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন এসইপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. জহুরুল ইসলাম।