
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলার লক্ষ্যে প্রয়াস কর্তৃক বাস্তবায়িত কার্যক্রম
বৈশ্বিক মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব মোকাবেলার লক্ষ্যে এবং দৈনিক শ্রমের বিপরীতে আয়ের উপর নির্ভরশীল লোকদের সহায়তা প্রদান করার লক্ষ্যে প্রয়াস কর্তৃক নিম্নলিখিত ব্যবস্থাদি বাস্তবায়ন করা হচ্ছে।
অফিস পর্যায়ে
১. প্রতিটি অফিসের সামনে সাবান/হ্যান্ডওয়াশ দ্বারা কর্মকর্তা, সদস্যদের হাত ধোয়ার ব্যবস্থা/ডেমনস্ট্রেশন করা হয়।
২. প্রতিটি অফিসে ঢোকার সময় জীবানুনাশক স্প্রে করা হয়।
৩. স্টাফদের মধ্যে হ্যান্ড গ্লোভস, মাস্ক বিতরণ করা হয়।
৪. সরকারি নির্দেশের সাথে সঙ্গতি রেখে অফিস ও মাঠ পর্যায়ে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
৫. সাধারণ ছুটির সময়ে সকল স্টাফ হোম কোয়ারেন্টাইন সম্পন্ন করছে।
৬. দৈনিক গৌড় বাংলার মাধ্যমে জনগণের সচেতনতা বৃদ্ধির প্রচারাভিযান চলমান রয়েছে।
মাঠ পর্যায়ে
১. করোনাভাইরাসের ঝুঁকি মোকাবলায় কর্মহীন উপকারভোগীদের মানবিক দিক বিবেচনা করে ২৫০০ পরিবারের মধ্যে করোনা প্রতিরোধে সহায়ক সামগ্রী ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ৬০৫/- টাকার উক্ত প্যাকেজে চাউল ১০ কেজি, আলু ২ কেজি, মশুর ডাল আধা কেজি, সয়াবিন তৈল আধা লিটার, লবন আধা কেজি, সাবান ২টি, হ্যান্ড গ্লোভস ২টি, মাস্ক ২টি, ব্লিচিং পাউডার ১০০ গ্রাম ইত্যাদি।
২. হ্যান্ড বিল বিতরণ ৭৫,০০০টি সমিতি, হাট-বাজার, জনগণের মধ্যে প্রচারণা।
৩. সমিতিতে (প্রতিটিতে)
-করোনাভাইরাস বিষয়ে সচেতনতামূলক আলোচনা।
-উপস্থিত সকল সদস্যকে সাবান দ্বারা হাত ধোত করার নিয়মাবলী শিখানোর ডেমনস্টেশন করা হয়।
-ব্লিচিং পাউডার দ্বারা জীবানুনাশক স্পে তৈরী করার নিয়মাবলী শিখানোর ডেমনস্ট্রেশন করা হয়।
৪. টেলিমেডিসিন: প্রয়াস হেলথ কেয়ার এর ডাক্তার এবং সংস্থায় কর্মরত স্বাস্থ্য কর্মকর্তাগণ মোবাইল ফোনে কল গ্রহণ করে করোনাভাইরাস সংক্রান্ত উপসর্গ জানানো এবং সাধারণ সর্দি, কাশি, জ্বরসহ অন্যান্য রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়।
৫. রেডিও মহানন্দা: জনসচেতনতা বৃদ্ধির জন্য ২৫ ধরণের পিএসএ করে প্রচার করা হচ্ছে।
৬. ফেসবুক: ফেসবুকের মাধ্যমে লিফলেট হ্যান্ড বিল, ব্লিচিং পাউডার দ্বারা জীবানুনাশক স্প্রে প্রস্তুত করার নিয়মাবলী প্রচার করা হচ্ছে।
৭. মাইকিং ও লিফলেট বিতরণ করে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মএলাকায় মাইকিং করা হয় এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।