রহনপুরে প্রয়াসের কৃষি ইউনিটের সমন্বয় সভা

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কৃষি ইউনিটের (কৃষি খাত) আওতায় উপজেলা পরিকল্পনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার প্রয়াসের ইউনিট-৭ রহনপুরের এ সভায় উপস্থিত ছিলেন- গোমস্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ আলী, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা নাসির উদ্দিন, উপজেলা প্রাণি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ রুবেল হোসেন, প্রয়াসের কর্মসূচি ব্যবস্থাপক ফারুক আহমেদ, জোন প্রধান আবুল কালাম আজাদ, আঞ্চলিক ব্যবস্থাপক মনিরুজ্জামান, ইউনিট ব্যবস্থাপক জামাল হোসেন, কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ অন্যা কর্মকর্তাবৃন্দ।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় সমন্বিত কৃষি ইউনিট (মৎস্য খাত) আওতায় এ সভার আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।