প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এর সেবা প্রদান প্রতিশ্রুতি (Citizen’s Charter)
১.ভিশন ও মিশন
ভিশন (রুপকল্প):
প্রয়াস বিশ্বাস করে শিক্ষাগত যোগ্যতা, আর্থ-সামাজিক পরিস্থিতি যাহাই হউক না কেন প্রতিটি মানুষের মধ্যে সৃষ্টিশীলতা রয়েছে। যদি তাঁরা নিজেদের ক্ষমতা ও সম্ভারনা সম্পর্কে জানার বা সচেতন হওয়ার সুয়োগ পায় তবে তাঁরা তাঁদের জীবনের মোড় ঘুড়িয়ে দিয়ে জীবন যাত্রার মান উন্নত করতে পারে। বৃহত্তর জনগোষ্টি যদি তাঁদের অধিকার আদায়ে সচেষ্ট হয়, উন্নয়ন কর্মকান্ড ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিৎ করতে পারে তবে নিজেদের প্রতি তাঁদের আস্থা অর্জিত হবে এবং প্রতিষ্ঠিত হবে সামাজিক নায্যতা। প্রয়াস আরও বিশ্বাস করে সাধারণ মানুষের উন্নয়ন সম্পর্কে কথা বলার সময় এসেছে। মানুষের সম্বলিত উন্নয়ন উদ্যোগ যা এই মুহুর্তে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় সে সম্পর্কে যথাযথভাবে চিন্তা করে কার্যকর কৌশল নির্ধারণ করার এখনই সময়।
মিশন (অভিলক্ষ্য):
প্রয়াস বিশ্বাস করে বাংলাদেশের দুস্থ ও গরীব মানুষের উন্নয়ন নির্ভর করে তাঁদের নিজেদের উন্নয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ, স্থানীয় পর্যায়ে সংগঠন সৃষ্টি, স্থানীয় সম্পদের সুষম ব্যবহার নিশ্চিৎকরণ এর মাধ্যমে। স্থানীয় পর্যায়ের উদ্যোগ এক্ষেত্রে খুবই তাৎপর্যপূর্ণ যা শিশু, কিশোর তথা সমগ্র পশ্চাদপদ জনগোষ্টির স্থায়িত্বশীল উন্নয়ন নিশ্চিত করতে অগ্রণী ভুমিকা পালন করে। এই প্রেক্ষাপটে প্রয়াস গ্রামীণ দরিদ্রজনগোষ্টির ক্ষমতায়ন, সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন প্রতিষ্ঠা ও সামাজিক কার্যক্রম চলমান রাখার স্বার্থে সহায়কের ভুমিকা পালন করে থাকে।
প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এর সেবা প্রদান প্রতিশ্রুতি (Citizen’s Charter) ডাউনলোড করতে লিংকে ক্লিক করুন।