Proyas Manobik Unnoyon Society

গোবরাতলায় প্রয়াসের কৃষি উপকরণ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলায় সমন্বিত কৃষি ইউনিট (কৃষি খাত)’র আওতায় কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
২৪ নভেম্বর সকালে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-০১ গোবরাতলা অফিসে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কৃষি উপকরণ হিসাবে ব্রি ধান- ২৮, ৩৬, ৮৮, ৮৯, ৯২ জাতের বীজ প্রদান করা হয়।
অনুষ্ঠানে ধান চাষ বিষয়ে পরামর্শ প্রদান করেন প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রিফাত আমিন হিরা, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, ইউনিট-০১এর হিসাব রক্ষক মোঃ আসলাম হোসেন, সহকারী কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।