নাচোলে সফল উদ্যোক্তাদের সম্মাননা দিল প্রয়াস


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সফল উদ্যোক্তাদের সম্মাননা দিয়েছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। প্রয়াসের কৃষি ইউনিটের আওতায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সফল উদ্যোক্তাদের এই সম্মাননা দেয়া হয়।
বৃহস্পতিবার সকালে নাচোল ব্যাডমিন্টন অডিটোরিয়ামে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন— রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনন্দ কুমার অধিকারী।
প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন— জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা, নাচোল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. কাওসার আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইমরুল কায়েস, প্রয়াসের কনিষ্ঠ সহকরী পরিচালক ফারুক আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল, কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
এসময় আরো উপস্থিত ছিলেন— সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এমদাদুল হক, সহকারী কৃষি কর্মকর্তা মো. সিফাতুল্লাহ ও মনিরুজ্জামান, সহকারী মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ-আল-কাফীসহ নাচোল উপজেলার কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের আওতায় সফল উদ্যোক্তাগণ।

অনুষ্ঠানে মোট ৬ জন উদ্যোক্তাকে সম্মাননা দেয়া হয়। এর মধ্যে কৃষি ইউনিটের আওতায় প্রাণিসম্পদ খাতে উত্তম ব্যবস্থাপনা নিশ্চিত করে গাভী পালনে সফল উদ্যোক্তা হিসেবে মো. আনোয়ার হোসেন, রাজহাঁসের প্রাকৃতিক হ্যাচারি ব্যবহার করে বাচ্চা উৎপাদনে সফল উদ্যোক্তা হিসেবে মোসা. হিরা বেগম, মৎস্য খাতে আধা নিবিড় পদ্ধতিতে দেশী শিং-মাগুর-কার্প মিশ্র চাষে সফল উদ্যোক্তা হিসেবে মো. নাহিদ ইসলাম ও ও আধা নিবিড় পদ্ধতিতে কার্প ফ্যাটেনিং মাছ চাষে সফল উদ্যোক্তা হিসেবে মো. আরিফুল ইসলামকে সম্মাননা দেয়া হয়। এছাড়াও সম্মাননা দেয়া হয় কৃষি খাতে পেঁয়াজ বীজ উৎপাদনে সফল উদ্যোক্তা হিসিবে মো. আব্দুল হাই ও নিরাপদ সবজি উৎপাদনে সফল উদ্যোক্তা হিসেবে মো. সেরাজুল হককেও।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহায়তায় সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।