Proyas Manobik Unnayan Society

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার রানীহাটি ইউনিয়নে স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে স্থানীয় জনসাধারণকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার এই স্যাটেলাইট ক্লিনিকে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. নুসরাত জাহান শারমিন। তিনি উপস্থিত সেবাগ্রহীতাদের চিকিৎসা সেবা ও স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক পরামর্শ প্রদান করেন।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ‘সমৃদ্ধি কর্মসূচি’র স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমের আওতায় প্রতি মাসে ৮টি স্যাটেলাইট ক্লিনিক আয়োজন করে এ ধরনের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। কার্যক্রমটি চলমান রয়েছে।