আজ আমাদের আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীর জন্য বিরাট অর্জন ও আনন্দের দিন। আজকে আমরা তিনটি আমের জিআই স্বীকৃতির সনদ গ্রহণ করলাম – ফজলি, আশ্বিনা ও ল্যাংড়া; ফজলি আমের জিআই স্বীকৃতি আমাদের জন্য বিশেষ কিছু, আমরা অনেক আন্দোলন করে চাঁপাইনবাবগঞ্জবাসী এটি অর্জন করেছি।
ধন্যবাদ জাহাঙ্গীর সেলিম স্যার, আমিনুল ইসলাম স্যার, চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশন সহ সকল গণমাধ্যম কর্মী ও চাঁপাইনবাবগঞ্জবাসী যারা একসাথে আন্দোলন করে ফজলি আমের জিআই স্বীকৃতি অর্জন করেছি।
আম চাষী ভাইদের জন্য — “হাল ছেড়ো না বন্ধু; আমরা করব জয়, আমরা করবো জয় ” ইনশাআল্লাহ।