Proyas Manobik Unnoyon Society

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনে এরফান প্যানেল থেকে রাইহানুল ইসলাম লুনা সাধারণ গ্রুপ থেকে পরিচালক পদে নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি ও রেডিও মহানন্দা। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলাশহরের মিস্ত্রিপাড়ায় লুনার ব্যবসায়িক কার্যালয়ে গিয়ে শুভেচ্ছা জানান প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন।
উল্লেখ্য, রাইহানুল ইসলাম লুনা জেলার একমাত্র কমিউনিটি রেডিও ‘রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম’র ব্যবস্থাপনা কমিটির একজন সদস্য।
এসময় উপস্থিত ছিলেনÑ প্রয়াসের জ্যেষ্ঠ উপপরিচালক নাসের উদ্দীন সজল, সহকারী পরিচালক (নিরীক্ষণ) আবুল খায়ের খান, কর্মসূচি ব্যবস্থাপক (মানব সম্পদ ও উন্নয়ন) ফিরোজ আলম, এসইপি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার জহুরুল ইসলাম, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম, সহকারী প্রযোজক উম্মে আয়েশা সিদ্দিকা।
উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর অনুষ্ঠিত এই নির্বাচনে জেলার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।