নাচোলে নিরাপদ সবজি উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মল্লিকপুর বাজারে নিরাপদ সবজি উৎপাদন বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। মঙ্গলবার সমাপনী দিনে প্রশিক্ষণগ্রহণ করা কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়।
প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সমন্বিত কৃষি ইউনিট (কৃষি খাত) এর আওতায় এ প্রশিক্ষেণর আয়োজন করা হয়।
প্রশিক্ষণ প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্রশিক্ষক (কৃষি) মাসুম রেজা।
এসময় তিনি বলেন, আপনারা নিরাপদ উপায়ে সবজি উৎপাদন করলে সেই সবজিতে অনেক পুষ্টি পাওয়া যাবে। অন্যদিকে অনিরাপদ সবজি খাওয়ার ফলে মাুনষের শরীরে অনেক অসুখ বাসা বাঁধছে। অনিরাপদ সবজি খাওয়ার ফলে মানুষের ক্যান্সার, সর্দি, জ্বর, মাথাব্যথা, অ্যাবোরশন, আলসারসহ নানান সমস্যায় ভুগতে হয়। কাজেই নিরাপদ সবজি উৎপাদন করতে হবে। এর জন্য জৈব সার ব্যবহার করতে হবে। আমাদের লক্ষ্য হবে, আমরা বসতবাড়িতে সবজি উৎপাদন করে নিজে খাবো এবং বাজারে বিক্রি করে সংসারের বাড়তি আয় করবো।
তিনি বলেন আমরা যদি কেঁচো সার ব্যবহার করে সবজি চাষ করি তাহলে সেই জমিতে আগাছা কম হবে। সবজির রোগ বালাই কম হবে।
এসময় তিনি কেঁচো সার তৈরির পদ্ধতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি টাটকা বিষমুক্ত সবজি খাওয়ার পরামর্শ দিয়ে আরো বলেন একজন প্রাপ্তবয়স্ক মানুষকে দৈনিক ২৫০ গ্রাম সবজি খাওয়া দরকার তাহলে পুষ্টির চাহিদা পুরণ হবে।
প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ও সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পার্সন ফারুক আহমেদ।
প্রশিক্ষণে সূচনা বক্তব্য দেন প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন প্রয়াসের আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রিফাত আমিন হিরা, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল, আরএমটিপি ডেইরি প্রকল্পের সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর আব্দুল্লাহ-আল-কাফী, সহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইমদাদুল হকসহ অন্যরা।
কৃষি উপকরণ হিসেবে প্রয়াসের ১০ জন অতিদরিদ্র কৃষক সদস্যকে ফেরোমন ফাঁদ, হলুদ বা নীল আঠাযুক্ত বোর্ড ও কেঁচো সার, সবজি বীজ হিসেবে টমেটো, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, মরিচ বীজ ও সাইনবোর্ড ও প্রদর্শনীর তথ্য সংবলিত বই বিতরণ করা হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কৃষি ইউনিট।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।