Welcome To Proyas Manobik Unnoyon Society

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির উদ্যোগে টেকসই আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উদ্যোক্তা যুবদের কৃষিভিত্তিক দুই দিনের ভিডিওভিত্তিক এ প্রশিক্ষণে ২৫ জন যুবক অংশগ্রহণ করেন।
পর্যায়ক্রমে আরো তিন ব্যাচে ৭৫ জন যুবকে এ ধরনের প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ গ্রহণ করে তারা মাছ, গরু ছাগল, হাঁস-মুরগি পালনসহ কৃষিভিত্তিক কাজ করে নিজের পায়ে দাঁড়াবেন।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ’র সহযোগিতায় প্রয়াসের সমৃদ্ধি কর্মসূচির উন্নয়নে যুবসমাজ কার্যক্রমের আওতায় ‘স্বপ্ন আমার উদ্যোক্তা হব’ শীর্ষক এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার প্রশিক্ষণ গ্রহণকারী যুবদের মাঝে সনদ বিতরণ করা হয়। পিকেএসএফের তৈরি প্রশিক্ষণের ভিডিও সঞ্চালনা করেন প্রয়াসের সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী উজ্জল হোসেন।