প্রয়াসের কার্যক্রম পরিদর্শনে পিকেএসএফ’র সাধারণ পর্ষদ সদস্য শফিকুল ইসলাম শাহেদ


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুরে বাণিজ্যিকভাবে আম উৎপাদন ও বাজারজাতকরণ উদ্যোগ পরিদর্শন করেছেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সাধারণ পর্ষদ সদস্য শফিকুল ইসলাম শাহেদ।
সোমবার বিকেলে পরিদর্শন করেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন— পিকেএসএফ’র আরএমটিপি প্রকল্পের ভ্যালুচেইন প্রজেক্ট ম্যানেজার এরফান আলী।
পরে তিনি ঐতিহাসিক সোনামসজিদ পরিদর্শন করেন। এরপর শিবগঞ্জের হরিনগর তাঁতপল্লী ঘুরে দেখেন।
পরিদর্শন দলের সঙ্গে ছিলেন— প্রয়াসের পরিচালক (মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ) আলেয়া ফেরদৌস এবং পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকার, প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, রেডিও মহানন্দার প্রযোজক (অনুষ্ঠান ও খবর) নয়ন আলীসহ অন্যরা।

এর আগে, দুপুর ২টায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির আরএমটিপি প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে জন্য চাঁপাইনবাগঞ্জ পৌঁছান পিকেএসএফ’র সাধারণ পর্ষদ সদস্য শফিকুল ইসলাম শাহেদ। এ সময় প্রয়াসের কর্মকর্তাবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তার সহধর্মিণী ও কন্যাসন্তান সঙ্গে ছিলেন।
দুই দিনব্যাপী পরিদর্শনের অংশ হিসেবে আজ মঙ্গলবার শফিকুল ইসলাম শাহেদ সদর উপজেলায় আরএমটিপি প্রকল্পের আওতায় নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন ভ্যালুচেইন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করবেন। পরে বিকেলে কোল্ড অয়েল প্রেস মেশিন ব্যবহারে সরিষার তেল উৎপাদনের উদ্যোগ পরিদর্শন ও চাষিদের সাথে মতবিনিময় করবেন। এছাড়া নাধাইকৃষ্ণপুরে সাঁওতাল পল্লী পরিদর্শন, প্রয়াস ফোক থিয়েটারের ইনস্টিটিউটের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে রেডিও মহানন্দার লাইভ প্রোগ্রামে যোগ দেবেন তিনি।

