Welcome To Proyas Manobik Unnoyon Society

প্রয়াসের রেইজ প্রজেক্টের অবহিতকরণ সভা

শহর ও উপশহরকেন্দ্রিক এলাকায় নিম্নআয়ের যুবক এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অন্তর্ভুক্তি বাড়ানোর লক্ষে কাজ করছে প্রয়াসের রেইজ প্রজেক্ট। রিকভারি অ্যান্ড অ্যাডভান্সড অফ ইনফরমাল সেক্টর ইমপ্লয়মেন্ট (রেইজ) নামের এ প্রজেক্টের অবহিতকরণ সভা বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের বেলেপুকুরস্থ প্রয়াসের নকীব হোসেন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যানথ্রোপলোজি বিভাগের সহযোগী অধ্যাপক কাজী রবিউল আলম, পিকেএসএফ’র রেইজ প্রকল্পের সোশ্যাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট দেওয়ান জিন্নাহ্, প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, প্রকল্পের ফোকালপার্সন ও প্রয়াসের পরিচালক মুখলেছুর রহমান, রেইজ প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর আলম বিশ্বাস, লাইফ স্কিল অ্যান্ড এন্টারপ্রিনিউরশিপ ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ মারুফ হোসেন, অ্যাকাউন্টস অফিসার আবু সালেকসহ প্রয়াসের ১৫টি ইউনিটের ইউনিট ব্যবস্থাপকগণ।
বিশ্বব্যাংকের অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় প্রজেক্টটি বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর জেলায় অবস্থিত প্রয়াসের ১৫টি ইউনিটের মাধ্যমে রেইজ প্রজেক্টের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Scroll to Top