Welcome To Proyas Manobik Unnoyon Society

আজ ০২/০৯/২০২৩ইং তারিখ ফাউন্ডেশন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন- পিকেএসএফ এর সহায়তায় পেস প্রকল্পের আওতায় গোবরাতলা ইউনিয়নের চাঁপাই মহেষপুরে স্থাপিত ম্যাংগো প্রোডাক্ট ডাইভারসিফিকেশন ফ্যাক্টরি পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক ড. হাসানুজ্জামান হাসান। পরিদর্শনকালে সঙ্গী হিসেবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.পলাশ সরকার, নাচোলের উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম, কৃষি মন্ত্রণালয়ের মনিটরিং অফিসার নাঈম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, এসিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ জহুরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল, পেস প্রকল্পের ফুড ইঞ্জিনিয়ার রাজু আহমেদ, অফিসার মাইনুল ইসলাম সহ অন্যরা।

ফ্যাক্টরি পরিদর্শনের সময় প্রকল্প পরিচালক ম্যাংগো ডাইভারসিফিকেশন পণ্যের উপর অধিক গুরুত্ব আরোপ করেন। আমের প্রক্রিয়াজাত পণ্য হিসেবে আমসত্ত্ব, আচার, আমচুর, আমের গুঁড়া ইত্যাদি উৎপাদন ও বাজারজাতকরণে উদ্বুদ্ধ করেন। প্রয়াসের এমন উদ্যোগকে সাধুবাদ জানান তিনি। কৃষি মন্ত্রণালয় এই ধরণের উদ্যোক্তা সংস্থাকে সামনে এগিয়ে যেতে প্রয়োজনীয় সহযোগিতা করে থাকে। প্রয়াসের ফ্যাক্টরিতে আম প্রক্রিয়াজাতকরণ, বহুমুখী পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেন।