Proyas Manobik Unnoyon Society

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মৎস্যচাষি ৯ জন সদস্যদের মধ্যে ১৫ হাজার দেশী শিং ও দেশী মাগুর মাছের পোনা বিতরণ করা হয়েছে।
রবিবার প্রয়াসের ইউনিট-৭ রহনপুর কার্যালয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহায়তায় পোনাগুলো বিতরণ করা হয়। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সমন্বিত কৃষি ইউনিট (মৎস্যখাতে)’র আওতায় এসব পোনা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রহনপুর ইউনিট ব্যবস্থাপক মো. জামাল হোসেন, প্রয়াসের মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সহকারী মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমাম, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এমদাদুল হক, রহনপুর শাখার হিসাবরক্ষক ও অফিসারগণ।
প্রয়াসের মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক মৎস্য চাষিদের মাছের পোনা ছাড়ার নিয়ম, নিয়মিত সম্পূরক খাবার প্রয়োগ, মাঝেমধ্যে জাল টেনে মাছের স্বাস্থ্যগত পরীক্ষা, শীতকালে মাছের ক্ষত রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষার জন্য পুকুরে ১৫-২০ দিন পর পর চুন ও লবণ দেয়ার পরামর্শ প্রদান করেন। Post navigation

← Previou