চাঁপাইনবাবগঞ্জে মালচিং পেপার ব্যবহার করে উচ্চমূল্যের ফসল চাষ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’ সমন্বিত কৃষি ইউনিট (কৃষি খাত)’র সহযোগিতায় প্রশিক্ষণের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
২৩ সেপ্টেম্বর সকালে প্রয়াসের ইউনিট-১ গোবরাতলায় প্রশিক্ষণ প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জুনিয়র কনসালটেন্ট কৃষিবিদ জহুরুল ইসলাম, সিনজেন্টা বাংলাদেশ’র এরিয়া সেলস ম্যানেজার কৃষিবিদ মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন- প্রয়াসের কনিষ্ঠ সহকারি পরিচালক ও সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পার্সন ফারুক আহমেদ, কনিষ্ঠ সহকারি পরিচালক আব্দুস সালাম, প্রয়াস হসপিটালের সিনিয়র ম্যানেজার হোসেন আলী, কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রিফাত আমিন হিরা, ইউনিট-১ ব্যবস্থাপক ওজিউর রহমান, সহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, অফিসার শাহরিয়ার শিমুলসহ অন্যরা।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।