চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সদস্যদের মধ্যে পেঁয়াজ বাল্ব, করলা, শশা, রেডক্যাবেজ, ব্রোকলি ও টমেটো বীজ এবং মালচিং পেপার বিতরণ করা হয়েছে। বুধবার প্রয়াসের ইউনিট-৭ (রহনপুরে) কার্যালয়ে এসব উপকরণ বিতরণ করা হয়।
এর মধ্যে উৎপাদন ও পেঁয়াজ চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় ক্লাস্টার সদস্যদের মধ্যে ৮ জনকে উচ্চ ফলনশীল পেঁয়াজ বীজ প্রদান করা হয়। এছাড়া ৪ জনকে পরিবেশবান্ধব মালচিং পেপার, উচ্চ ফলনশীল করলা ও শশা বীজ, ৫ জনকে উচ্চ ফলনশীল রেডক্যাবেজ, ব্রোকলি ও বারী-৮ জাতের টমেটো বীজ প্রদান করা হয়। এছাড়াও প্রত্যেককে রাসায়নিক ও জৈব সার, সাইনবোর্ড, রেজিস্টার খাতা প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রয়াসের কর্মসূচি ব্যবস্থাপক ফারুক আহমেদ, জোন প্রধান আবুল কালাম আজাদ, আঞ্চলিক ব্যবস্থাপক মনিরুজ্জামান, ইউনিট ব্যবস্থাপক জামাল হোসেন, কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ অন্য কর্মকর্তাবৃন্দ।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় সমন্বিত কৃষি ইউনিটের (কৃষি খাত) আওতায় উপকরণগুলো বিতরণ করা হয়।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।