Proyas Manobik Unnoyon Society

প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলায় গড়ে উঠা একটি  বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটির প্রাতিষ্ঠানিক  যাত্রা শুরু হয়েছে ১৯৯৩ সালে। সংস্থার বহুমূখী কার্যক্রমের মধ্যে কৃষিভিত্তিক কার্যক্রম প্রণিধানযোগ্য। এরই ধারাবাহিকতায় একটি বিশেষ উদ্যোগ হিসেবে জৈব সার উৎপাদন ও বাজারজাতকরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বাস্তবিকভাবে ২০১৭ সাল থেকে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির অঙ্গসংগঠন বা বিশেষ উদ্যোগ হিসেবে “কৃষক ভার্মি কম্পোস্ট” এর বহিঃপ্রকাশ ঘটেছে। আর জৈব সারের প্রারম্ভিক ধাপ হিসেবে কৃষক ভার্মি কম্পোস্ট উৎপাদন ও বাজারজাতকরণের জন্য সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট থেকে লাইসেন্স সংগ্রহ করা হয়েছে।

কৃষক ভার্মি কম্পোস্ট এর আইনগত বৈধতাঃ
ট্রেড লাইসেন্সঃ ৩৭২/২৩-২৪ (০৫/১২/২০২৩)
পরিবেশগত ছাড় নং: ২২-৭৫৭৯৯ (১০/০৪/২০২২)
ফায়ার লাইসেন্সঃ এডি/রাজ৭/৪৬৩৭/২০১৯-২০২০ (২৬/০২/২০২০)
বিসিক নিবন্ধনঃ CH-20230316-0010160 (16/03/2023)
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রদত্ত লাইসেন্সঃ এম ৭৩৫ (তারিখ: ২৯/০১/২০২৪)

প্রতিষ্ঠানের ঠিকানা ও যোগাযোগঃ
মোঃ হাসিব হোসেন
প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক
প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি
প্রধান কার্যালয়, বেলেপুকুর, চাঁপাইনবাবগঞ্জ।
মোবাঃ ০১৭১৪-০২৯৪৮৪
ফোনঃ ০২৫৮৮৮৯২৯৭৫
ইমেইলঃ [email protected]
ওয়েবসাইট:www.proyas.org

কারখানার নাম, অবস্থান ও ঠিকানাঃ
কৃষক ভার্মি কম্পোস্ট
গোবরাতলা ইউনিট অফিস
প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি
চাঁপাই মহেশপুর, উপজেলা-সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ।
মোবাঃ ০১৭০৮-৪৪৬১৩৪, ০১৭০৮৪৪৬১২৮