Proyas Manobik Unnoyon Society

শেষ হলো প্রয়াসের ২ দিনব্যাপী ষান্মাসিক অগ্রগতি সভা

রাজশাহীতে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির দুই দিনব্যাপী ষান্মাসিক অগ্রগতি ও পর্যালোচনা সভা শেষ হয়েছে। শনিবার রাজশাহীর বায়ায় আশ্রয় ট্রেনিং সেন্টারে আয়োজিত সভার শেষ দিনে প্রধান অতিথি ছিলেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে হাসিব হোসেন বলেন, গত দুই দিনে আপনাদের যে কার্যক্রম দেখেছি তাতে আমার বিশ্বাস, আপনারা এতে উৎসাহিত হয়েছেন। আপনারা নিজেরা নিজেকে চিনতে পেরেছেন। কার কি আবস্থান, আপনারা সেটা দেখতে পেয়েছেন। এর মাধ্যমে নিজেকে আয়নায় দেখেছেন। এখন নিজের মধ্যে জেদ তৈরি করেন, নিজেকে আরো ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। আর যারা লিবারেল আছেন সমান্তরাল আছেন, তারা শিখনটাকে কাজে লাগিয়ে কাজের অগ্রগতি বাড়াতে চেষ্টা করুন। আপনাদের জন্য আমার বুকভরা ভালোবাসা রইল।
সভায় সভাপতিত্ব করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির পরিচালক পঙ্কজ কুমার সরকার।
এসময় অন্যানোর মধ্যে বক্তব্য দেন- প্রয়াসের পরিচালক (মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস, যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, সিনিয়র সহকারী পরিচালক (অডিট) আবুল খায়ের খান, সহকারী পরিচালক জুলফিকার আলী, কনিষ্ঠ সহকারী পরিচালক ফিরোজ আলম, ফারুক আহমেদ, তাকিউর রহমান, আব্দুস সালাম, শাহাদৎ হোসেন, প্রয়াস হসপিটালের সিনিয়র ব্যবস্থাপক হোসেন আলী, রেইজ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আলম বিশ্বাস, ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক বকুল কুমার ঘোষ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল, ডেপুটি ম্যানেজার মেহেদী হাসান আসিফ, সহকারী ব্যবস্থাপক পঙ্কজ কুমার পাল।
এসময় ইউনিট ব্যবস্থাপকগণ তাদের কাজের অগ্রগতি ও আগামী পরিকল্পনা উপস্থাপন করেন।
সভায় মোট চারটি ক্যাটাগরিতে ৩১ জনকে উৎসাহমূলক পুরস্কার প্রদান করা হয়।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক তানভীর আহমেদ রিয়াদ, আবুল কালাম আজাদ, সিনিয়র ব্যবস্থাপক (হিসাব) সফিকুল ইসলামসহ সকল জোনপ্রধান, ইউনিট ম্যানেজারসহ অন্যরা।