পুকুরে মাছ চাষে এয়ারেটর স্থাপন



পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি কর্তৃক বাস্তবায়িত ২০২৪-২৫ অর্থবছরে aquaculture mechanization প্রদর্শনীতে টু হর্স পাওয়ার এয়ারেটর পুকুরে স্থাপনের জন্য সেটিংস এর কাজ চলমান।
পুকুরে মাছ চাষে এয়ারেটর স্থাপনের সুবিধা সমূহ :
১. অধিক ঘনত্বে মাছ চাষ করা যায়।
২.মাছের খাবি খাওয়া ও ভেসে উঠা নিয়ন্ত্রণ করা যায়।
৩.পুকুরে এয়ারেটরের মাধ্যমে বায়ুচলাচল করে অক্সিজেনের মাত্রা বাড়ানো যায়।
৪. পুনরায় ব্যবহারযোগ্য পুষ্টি ও অন্যান্য উপাদানসমূহের পরিমাণ বৃদ্ধি পায়।
৫. মাছের বিপাকীয় কার্যক্রম বৃদ্ধি পায়।
৬. জলাশয়ে পানি বিশুদ্ধকরণে সহায়তা করে।
৭. মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।
ধন্যবাদান্তে,
মো: আব্দুর রাজ্জাক
মৎস্য কর্মকর্তা
প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।