প্রয়াসের কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহী বৃহত্তর কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. হাসানুজ্জামান। আজ সকালে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই-পলশায় অবস্থিত প্রয়াসের ইউনিট-০১ এ অবস্থিত প্রয়াস এগ্রো’র ফুড প্রসেসিং প্লান্ট পরিদর্শন করেন। পরিদর্শন দলে আরো ছিলেন, ডেপুটি উপ-প্রকল্প পরিচালক, মো. এস আমিনুজ্জামান ও কৃষি সম্প্রচারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের শষ্য বিশেষজ্ঞ কৃষিবিদ মো. জহুরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, প্রয়াসের সহকারি পরিচালক মু. তাকিউর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক ইমরান আলী, প্রয়াস ফোক-থিয়েটার ইনস্টিটিউট এর টীম লিডার আহম্মেদ ফ্রান্স ও প্রয়াস এগ্রোর কর্মকর্তাবৃন্দ। পরে প্রয়াস ফোক-থিয়েটার ইনস্টিটিউট এর পরিবেশনায় গান ও গম্ভীরা দেখেন এবং রেডিও মহানন্দার স্টুডিও পরিদর্শন করেন।