বাল্যবিয়ে প্রতিরোধে রেডিও মহানন্দার শ্রোতাক্লাবের সদস্যদের সাথে মতবিনিময়

বাল্যবিয়ে ও নারী-শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিবন্ধী শিশু-কিশোর-কিশোরীর অধিকার বিষয়ক শ্রোতাক্লাবের সদস্যদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নাচোল উপজেলার প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১১ ফতেপুরের খলশী নতুনটোলা, বরিয়া, চড়কতলা ও গোসাইবাড়ি গ্রামে শ্রোতাক্লাবের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, রেডিও মহানন্দার সহকারি স্টেশন ম্যানেজার রেজাউল করিম, ইউনিট-১১ ফতেপুরের ব্যবস্থাপক আনোয়ার হোসেন, হিসাবরক্ষক মিজানুর রহমান, প্রযোজক নয়ন আলী, সহকারি প্রযোজক মৌটুসী চৌধুরী, সোনিয়া শীল ও উম্মে আয়েশা সিদ্দিকা। উল্লেখ্য, বাল্যবিয়ে প্রতিরোধে ইউনিসেফের আর্থিক সহায়তায় এবং স্থানীয় সরকার শাখা ও জেলা তথ্য অফিসের সহযোগিতায় রেডিও মহানন্দায় ১১ টি অনুষ্ঠান সম্প্রচার করা হয়। এর আগে গতকালও নাচোল উপজেলার ইউনিট-২২ নেজামপুরে শ্রোতাক্লাবের সদস্যদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় আয়োজনে সহায়তা করেছে নাচোল উপজেলার ইউনিট-২২ নেজামপুরের ব্যবস্থাপক শিবলী আকতার। এসময় শ্রোতাক্লাবের সদস্যরা বাল্যবিয়ে প্রতিরোধে লাল কার্ড প্রদর্শন করেন।