Proyas Manobik Unnayan Society

পলশায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

পলশায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জে উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষ প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলার সদর উপজেলার পলশায় রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) প্রকল্পের আওতায় উক্ত মাঠ দিবস উদযাপন করা হয়। মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা কৃষি অফিসার সুনাইন বিন জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচারক ও আরএমটিপি প্রকল্পের ফোকাল পার্সন ফারুক আহমেদ। এসময় অন্যানোর মধ্যে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিসুল হক মাহমুদ, প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সাজেদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্মার্ট প্রকল্পের টেকনিক্যাল অফিসার রিফাত আমিন হিরা। এসময় আঞ্চলিক ব্যবস্থাপক ইমরান আলী, ইউনিট-১ ব্যবস্থাপক ওজিউর রহমান, স্মার্ট প্রকল্পের পরিবেশ কর্মকর্তা ইকবাল মাহমুদ, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল, সহকারী কৃষি কর্মকর্তা মো মনিরুজ্জামান ও সিফাত উল্লাহ উপস্থিত ছিলেন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সরিষার নিরাপদ ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এই মাঠ দিবসের আয়োজন করে।

নাচোলে বাজার সংযোগ কর্মশালা

নাচোলে বাজার সংযোগ কর্মশালা চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মল্লিকপুর বাজারে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কৃষি ইউনিট (মৎস্য খাত)’র আওতায় বাজার সংযোগ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি সকালে মল্লিকপুর বাজারে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন গোমস্তাপুর উপজেলা সহকারী মৎস্য অফিসার আনোয়ার আলী। কর্মশালায় সভাপতিত্ব করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারি পরিচালক ও কৃষি ইউনিটের ফোকাল পার্সন ফারুক আহমেদ। বাজার সংযোগ কর্মশালায় ফরোয়ার্ড লিংকেজ ( মাছ উৎপাদন থেকে আহরণের পূর্ব পর্যন্ত) এবং ব্যাকোয়ার্ড লিংকেজ মাছ আহরণ থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে পৌঁছানোর ব্যবস্থা বিষয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রয়াসের প্রানিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, ইউনিট-১১ ব্যবস্থাপক আনোয়ার হোসেন, অফিসার শাহরিয়ার শিমুল ও জামাল উদ্দিন, সহকারী কৃষি কর্মকর্তা সিফাত উল্লাহসহ অন্যরা। এসময় মাছের আড়ৎদার, মাছচাষী, মাছ বিক্রেতা, ফরিয়া, মহাজন, পোনা ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় কর্মশালার আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ এই প্রতিপাদ্যে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ ২ ফেব্রুয়ারি সকালে নাচোল ব্যাডমিন্টন অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্বে করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারি পরিচালক ও সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পার্সন ফারুক আহমেদ। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম। এসময় তিনি বলেন, আমরা প্রত্যেকটা জিনিসের একটা স্টান্ডার্ড মেইনটেন্ট করে চলি। আমাদের প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা স্টান্ডার্ড ফলো করি থাকি। তিনি আরো বলেন আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে খাবার। জীবনে বেঁচে থাকার জন্য আমাদের খাবার গ্রহণ করতে হয়। যে জিনিসটা আমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত দরকার সেটা হচ্ছে খাবার তাই আমাদের সবাইকে নিরাপদ খাবার খেতে হবে। আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিরাপদ খাবার। বর্তমানে আমরা যে খাবারগুলো খাচ্ছি সেখানে আমরা একটা স্টাডার্ন্ট মেনে চলছিনা।  আমরা যে খাবারগুলো খাচ্ছি তার একটা নিয়ম মেনে খাওয়া উচিত। তিনি আরো বলেন, আমাদের যেকোন খাবার খাওয়ার জন্য বীজ থেকে শুরু করে ফসল তোলা পর্যন্ত কাজটি নিরাপদ উপায়ে করতে হবে। এখানে আপনারা যে কীটনাশক ব্যবহার করবেন সেটা যেন পরিমিত পরিমাণে ব্যবহার করা হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নূর। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান। অন্যানোর মধ্যে বক্তব্য দেন প্রয়াসের কনিষ্ঠ সহকারি পরিচালক শাহাদাৎ হোসন। এসময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন প্রয়াসের ইউনিট-১৫ ব্যবস্থাপক কাওসার আলী, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, অফিসার শাহরিয়ার শিমুল, সহকারী কৃষি কর্মকর্তা মো মনিরুজ্জামান ও মো. সিফাত উল্লাহ, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইমদাদুল হকসহ অন্যরা। অনুষ্ঠানে নিরাপদ খাদ্য বিষয়ে রচনা ও কুইজ প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় আলোচনা সভার আয়োজন করে প্রয়ান মানবিক উন্নয়ন সোসাইটি। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।

বাল্যবিয়ে প্রতিরোধে রেডিও মহানন্দার শ্রোতাক্লাবের সদস্যদের সাথে মতবিনিময়

বাল্যবিয়ে প্রতিরোধে রেডিও মহানন্দার শ্রোতাক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় বাল্যবিয়ে ও নারী-শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিবন্ধী শিশু-কিশোর-কিশোরীর অধিকার বিষয়ক শ্রোতাক্লাবের সদস্যদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নাচোল উপজেলার প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১১ ফতেপুরের খলশী নতুনটোলা, বরিয়া, চড়কতলা ও গোসাইবাড়ি গ্রামে শ্রোতাক্লাবের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, রেডিও মহানন্দার সহকারি স্টেশন ম্যানেজার রেজাউল করিম, ইউনিট-১১ ফতেপুরের ব্যবস্থাপক আনোয়ার হোসেন, হিসাবরক্ষক মিজানুর রহমান, প্রযোজক নয়ন আলী, সহকারি প্রযোজক মৌটুসী চৌধুরী, সোনিয়া শীল ও উম্মে আয়েশা সিদ্দিকা। উল্লেখ্য, বাল্যবিয়ে প্রতিরোধে ইউনিসেফের আর্থিক সহায়তায় এবং স্থানীয় সরকার শাখা ও জেলা তথ্য অফিসের সহযোগিতায় রেডিও মহানন্দায় ১১ টি অনুষ্ঠান সম্প্রচার করা হয়। এর আগে গতকালও নাচোল উপজেলার ইউনিট-২২ নেজামপুরে শ্রোতাক্লাবের সদস্যদের নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় আয়োজনে সহায়তা করেছে নাচোল উপজেলার ইউনিট-২২ নেজামপুরের ব্যবস্থাপক শিবলী আকতার। এসময় শ্রোতাক্লাবের সদস্যরা বাল্যবিয়ে প্রতিরোধে লাল কার্ড প্রদর্শন করেন।

প্রয়াসের ফার্ম পরিদর্শনে গোদাগাড়ীর ইউএনও

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুল হায়াত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ও শিপ ফার্ম পরিদর্শন করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে গোদাগাড়ীর ঠাকুরযৌবনে অবস্থিত প্রয়াসের এ ফার্ম পরিদর্শনে আসেন তিনি। এসময় গোদাগাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শায়লা শারমিন, যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ উদ্দীন, উপজেলা নির্বাচন অফিসার জেবুন্নেছা শাম্মী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোমেনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ, উপজেলা হিসাবরক্ষণ অফিসার আজিজ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অহেদুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মানিক ইউএনও’র সঙ্গে ছিলেন। খামার পরিদর্শন ও খামার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রয়াসের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল। এসময় উপস্থিত ছিলেন— প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, পরিচালক (মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস, আরএমটিপি ডেইরি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ডা. মাহমুদুল হাসান, প্রোডাক্ট প্রোমোশন অ্যান্ড মার্কেটিং অফিসার তোহরুল ইসলাম, সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলেটেটর হাসান আলী, আব্দুল্লাহ-আল-কাফি, খামার ব্যবস্থাপক জামাল উদ্দিন, অফিসার শাহরিয়ার শিমুলসহ অন্যরা।

চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের নিয়ে লারনিং শোয়ারিং ইভেন্ট

চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের নিয়ে লারনিং শোয়ারিং ইভেন্ট অনুষ্ঠিত ০৫/১২/২০২৪ চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমস্যা সমাধানভিত্তিক কমিউনিটি রেডিও প্রকল্পের লারনিং শোয়ারিং ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার শাখার উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রয়াসের নির্বাহী পরিচালক হাসিব হোসেন। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. নাকিব হোসেন তরফদার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোসা. তাছমিনা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান বিলু, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম, সমষ্ঠির প্রোগ্রাম কো-অডিনেটর জাহিদুল হক খান, জেলা তথ্য অফিসারের সহকারি তথ্য অফিসার আব্দুল ওহাব, চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক, ক-সার্কেল (অতিরিক্ত দায়িত্ব খ-সার্কেল) ইলিয়াস হোসেন তালুকদার ও রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার এবং প্রয়াসের পরিচালক(মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস। প্রয়াসের কনিষ্ঠ সহকারি পরিচালক(প্রশিক্ষণ) মো. আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দৈনিক গৌড় বাংলার ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশির, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম টুটুলসহ অন্যরা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আদিবাসী নেতা ও সাবেক জনপ্রতিনিধি কর্ণেলিউস মুরমুসহ নাচোল, গোমস্তাপুর ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা আদিবাসী প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে আদিবাসী প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সমস্যাগুলোর মধ্যে ছিল- ভূমিহীন আদিবাসীদের আশ্রয়ন প্রকল্পের আওতায় পুনর্বাসন করা ও সরকারি খাস জমিতে আদিবাসীদের শ্মশানের ব্যবস্থা করা, নিরাপদ খাবার পানি সরবরাহের ব্যবস্থা করা, আদিবাসী এলাকার রাস্তা সংস্কার ও শ্মশানে যাবার রাস্তার ব্যবস্থা করা, আদিবাসীদের জীবনমান উন্নয়নে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা প্রদান করা, মাদকাসক্তি ও উৎপাদন বন্ধের ব্যবস্থা করা, বাল্যবিয়ে প্রতিরোধে সহায়তা করা, আদিবাসী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা, মন্দিরে সরকারি সহায়তার ব্যবস্থা করা ইত্যাদি। এসব সমস্যা সমাধানে প্রধান অতিথির সহায়তা কামনা করেন আদিবাসী নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় সমস্যাগুলো সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে আদিবাসীদের পক্ষ থেকে তাদের সমস্যার কথা উল্লেখ করে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন আদিবাসী প্রতিনিধিবৃন্দ। উল্লেখ্য, প্রোমোটিং দ্য ভয়েস অব প্লেইনল্যান্ড এথনিক মাইনোরিটিজ ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া বিষয়ক প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেলবাড়ি, নাধাইকৃষ্ণপুর, চম্পাতলা, জুগিডাইং, বাবুডাইং ফিল্টিপাড়া, গোমস্থাপুরের চাঁদপুর-বাহাদুরপাড়া, খুমিরাপাড়া ও নাচোল উপজেলার আদিবাসীদের নিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সমস্যা সমাধানভিত্তিক ৭টি কমিউনিটি সংলাপ করে রেডিও মহানন্দা। যা রেডিও মহানন্দা ‘সেতু বন্ধন’ নামক অনুষ্ঠানে সম্প্রচাতির হয়। সেই কমিউনিটি সংলাপে উঠে আসা সমস্যা ও অনুষ্ঠানে অংশ নেওয়া সরকারি কর্মকর্তা ও আদিবাসী প্রতিনিধিদের নিয়ে জেলা প্রশাসনের সাথে এই লারনিং শোয়ারিং ইভেন্ট এর আয়োজন করে রেডিও মহানন্দা। এই অনুষ্ঠানটি ইউরোপিয়ান ইউনিয়ন, ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল নাইনটিন এর আর্থিক সহায়তায় এবং গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টি ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় অনুষ্ঠিত হল।

প্রয়াসের কার্যক্রম পরিদর্শনে রাজশাহী বৃহত্তর কৃষি উন্নয়ন প্রকল্পের পরিচালক ড. হাসানুজ্জামান

প্রয়াসের কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহী বৃহত্তর কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. হাসানুজ্জামান। আজ সকালে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই-পলশায় অবস্থিত প্রয়াসের ইউনিট-০১ এ অবস্থিত প্রয়াস এগ্রো’র ফুড প্রসেসিং প্লান্ট পরিদর্শন করেন। পরিদর্শন দলে আরো ছিলেন, ডেপুটি উপ-প্রকল্প পরিচালক, মো. এস আমিনুজ্জামান ও কৃষি সম্প্রচারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের শষ্য বিশেষজ্ঞ কৃষিবিদ মো. জহুরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, প্রয়াসের সহকারি পরিচালক মু. তাকিউর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক ইমরান আলী, প্রয়াস ফোক-থিয়েটার ইনস্টিটিউট এর টীম লিডার আহম্মেদ ফ্রান্স ও প্রয়াস এগ্রোর কর্মকর্তাবৃন্দ। পরে প্রয়াস ফোক-থিয়েটার ইনস্টিটিউট এর পরিবেশনায় গান ও গম্ভীরা দেখেন এবং রেডিও মহানন্দার স্টুডিও পরিদর্শন করেন।  

প্রয়াসের কার্যক্রম পরিদর্শনে পিকেএসএফ’র সাধারণ পর্ষদ সদস্য শফিকুল ইসলাম শাহেদ

প্রয়াসের কার্যক্রম পরিদর্শনে পিকেএসএফ’র সাধারণ পর্ষদ সদস্য শফিকুল ইসলাম শাহেদ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুরে বাণিজ্যিকভাবে আম উৎপাদন ও বাজারজাতকরণ উদ্যোগ পরিদর্শন করেছেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সাধারণ পর্ষদ সদস্য শফিকুল ইসলাম শাহেদ। সোমবার বিকেলে পরিদর্শন করেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন— পিকেএসএফ’র আরএমটিপি প্রকল্পের ভ্যালুচেইন প্রজেক্ট ম্যানেজার এরফান আলী। পরে তিনি ঐতিহাসিক সোনামসজিদ পরিদর্শন করেন। এরপর শিবগঞ্জের হরিনগর তাঁতপল্লী ঘুরে দেখেন। পরিদর্শন দলের সঙ্গে ছিলেন— প্রয়াসের পরিচালক (মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ) আলেয়া ফেরদৌস এবং পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকার, প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, রেডিও মহানন্দার প্রযোজক (অনুষ্ঠান ও খবর) নয়ন আলীসহ অন্যরা। এর আগে, দুপুর ২টায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির আরএমটিপি প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে জন্য চাঁপাইনবাগঞ্জ পৌঁছান পিকেএসএফ’র সাধারণ পর্ষদ সদস্য শফিকুল ইসলাম শাহেদ। এ সময় প্রয়াসের কর্মকর্তাবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তার সহধর্মিণী ও কন্যাসন্তান সঙ্গে ছিলেন। দুই দিনব্যাপী পরিদর্শনের অংশ হিসেবে আজ মঙ্গলবার শফিকুল ইসলাম শাহেদ সদর উপজেলায় আরএমটিপি প্রকল্পের আওতায় নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন ভ্যালুচেইন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করবেন। পরে বিকেলে কোল্ড অয়েল প্রেস মেশিন ব্যবহারে সরিষার তেল উৎপাদনের উদ্যোগ পরিদর্শন ও চাষিদের সাথে মতবিনিময় করবেন। এছাড়া নাধাইকৃষ্ণপুরে সাঁওতাল পল্লী পরিদর্শন, প্রয়াস ফোক থিয়েটারের ইনস্টিটিউটের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে রেডিও মহানন্দার লাইভ প্রোগ্রামে যোগ দেবেন তিনি।

শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সমৃদ্ধি কর্মসূচির আওতায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সম্মাননা প্রদান এবং উন্নয়ন মেলা-২০২৫ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সমৃদ্ধি কর্মসূচির আওতায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সম্মাননা প্রদান এবং উন্নয়ন মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কালিনগর উচ্চ বিদ্যালয়ের হলরমে অনুষ্ঠিত এসব আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রয়াসের পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— প্রয়াসের সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, কনিষ্ঠ সহকারী পরিচালক শাহাদাৎ হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক মো এজাজুল হক। সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মো. তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা কর্মসূচি সমন্বয়কারী শাহাদাত আহমেদ, সহকারী উপজেলা সমন্বয়কারী মো. মোশারফ হোসেন, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা মো. খলিল উদ্দিন ও আসমাউল হকসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২৬টি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও ইউনিয়নের শ্রেষ্ঠ পিতা, শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ যুব নারী-পুরুষ ও শ্রেষ্ঠ প্রবীণকে সম্মাননা দেয়া হয়। এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে উন্নয়ন মেলায় অংশ নেয়া ৫টি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। স্টলে ঐতিহ্যবাহী গ্রামীণ খাবার, দেশীয় ফল প্রদর্শিত হয়। এছাড়াও প্রয়াস হসপিটালের স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবীগণ আগত দর্শনার্থীদের প্রাথমিক চিকিৎসা সেবা দেন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহায়তায় এই অনুষ্ঠানের আয়োজন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।

নাচোলে সফল উদ্যোক্তাদের সম্মাননা দিল প্রয়াস

নাচোলে সফল উদ্যোক্তাদের সম্মাননা দিল প্রয়াস চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সফল উদ্যোক্তাদের সম্মাননা দিয়েছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। প্রয়াসের কৃষি ইউনিটের আওতায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সফল উদ্যোক্তাদের এই সম্মাননা দেয়া হয়। বৃহস্পতিবার সকালে নাচোল ব্যাডমিন্টন অডিটোরিয়ামে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন— রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনন্দ কুমার অধিকারী। প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন— জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা, নাচোল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. কাওসার আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইমরুল কায়েস, প্রয়াসের কনিষ্ঠ সহকরী পরিচালক ফারুক আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল, কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক। এসময় আরো উপস্থিত ছিলেন— সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এমদাদুল হক, সহকারী কৃষি কর্মকর্তা মো. সিফাতুল্লাহ ও মনিরুজ্জামান, সহকারী মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ-আল-কাফীসহ নাচোল উপজেলার কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের আওতায় সফল উদ্যোক্তাগণ। অনুষ্ঠানে মোট ৬ জন উদ্যোক্তাকে সম্মাননা দেয়া হয়। এর মধ্যে কৃষি ইউনিটের আওতায় প্রাণিসম্পদ খাতে উত্তম ব্যবস্থাপনা নিশ্চিত করে গাভী পালনে সফল উদ্যোক্তা হিসেবে মো. আনোয়ার হোসেন, রাজহাঁসের প্রাকৃতিক হ্যাচারি ব্যবহার করে বাচ্চা উৎপাদনে সফল উদ্যোক্তা হিসেবে মোসা. হিরা বেগম, মৎস্য খাতে আধা নিবিড় পদ্ধতিতে দেশী শিং-মাগুর-কার্প মিশ্র চাষে সফল উদ্যোক্তা হিসেবে মো. নাহিদ ইসলাম ও ও আধা নিবিড় পদ্ধতিতে কার্প ফ্যাটেনিং মাছ চাষে সফল উদ্যোক্তা হিসেবে মো. আরিফুল ইসলামকে সম্মাননা দেয়া হয়। এছাড়াও সম্মাননা দেয়া হয় কৃষি খাতে পেঁয়াজ বীজ উৎপাদনে সফল উদ্যোক্তা হিসিবে মো. আব্দুল হাই ও নিরাপদ সবজি উৎপাদনে সফল উদ্যোক্তা হিসেবে মো. সেরাজুল হককেও। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহায়তায় সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।