Proyas Manobik Unnayan Society

গোবরাতলায় সরিষার বীজ বিতরণ

গোবরাতলায় সরিষার বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১ অফিসে রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে সরিষার বীজ বিতরণ করা হয়েছে। ১৩ নভেম্বর সকালে সরিষা বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রয়াসের কনিষ্ঠ সহকারি পরিচালক ও আরএমটিপি প্রকল্পের ফোকাল পার্সন ফারুক আহমেদ। সরিষা চাষ বিষয়ে পরামর্শ প্রদান করেন প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রিফাত আমিন হিরা। এসময় প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল উপস্থিত ছিলেন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সরিষার নিরাপদ ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে উদে্যাক্তাদের আয় বৃদ্ধি শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় সরিষা বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। অনুষ্ঠানে ১৫০জন কৃষকের প্রতে্যককে সরিষা বীজ, জৈব সার ও ছত্রাকনাশক বিতরণ করা হয়।

মৎস্য সেবা ও পরামর্শ সভা

মৎস্য সেবা ও পরামর্শ সভা পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি কর্তৃক বাস্তবায়িত সমন্বিত কৃষি ইউনিটভুক্ত মৎস্য খাতের আওতায় নাচোল শাখায় “মৎস্য সেবা ও পরামর্শ সভা” আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন মো: ইমরুল কায়েস সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাচোল। মোঃ আব্দুর রাজ্জাক মৎস্য কর্মকর্তা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ হাফিজুর রহমান হিসাব রক্ষক নাচোল শাখা। মাছ চাষে শীতকালীন পূর্ব প্রস্তুতি বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়ে মৎস্য চাষীদের সাথে আলোচনা করা হয়। এছাড়া অনেকে পুকুরের পানি নিয়ে আসেন, পানি পরীক্ষা করে পরামর্শ প্রদান করা হয়।।

নাচোলে নিরাপদ সবজি উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ

নাচোলে নিরাপদ সবজি উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মল্লিকপুর বাজারে নিরাপদ সবজি উৎপাদন বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। মঙ্গলবার সমাপনী দিনে প্রশিক্ষণগ্রহণ করা কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সমন্বিত কৃষি ইউনিট (কৃষি খাত) এর আওতায় এ প্রশিক্ষেণর আয়োজন করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্রশিক্ষক (কৃষি) মাসুম রেজা। এসময় তিনি বলেন, আপনারা নিরাপদ উপায়ে সবজি উৎপাদন করলে সেই সবজিতে অনেক পুষ্টি পাওয়া যাবে। অন্যদিকে অনিরাপদ সবজি খাওয়ার ফলে মাুনষের শরীরে অনেক অসুখ বাসা বাঁধছে। অনিরাপদ সবজি খাওয়ার ফলে মানুষের ক্যান্সার, সর্দি, জ্বর, মাথাব্যথা, অ্যাবোরশন, আলসারসহ নানান সমস্যায় ভুগতে হয়। কাজেই নিরাপদ সবজি উৎপাদন করতে হবে। এর জন্য জৈব সার ব্যবহার করতে হবে। আমাদের লক্ষ্য হবে, আমরা বসতবাড়িতে সবজি উৎপাদন করে নিজে খাবো এবং বাজারে বিক্রি করে সংসারের বাড়তি আয় করবো। তিনি বলেন আমরা যদি কেঁচো সার ব্যবহার করে সবজি চাষ করি তাহলে সেই জমিতে আগাছা কম হবে। সবজির রোগ বালাই কম হবে। এসময় তিনি কেঁচো সার তৈরির পদ্ধতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি টাটকা বিষমুক্ত সবজি খাওয়ার পরামর্শ দিয়ে আরো বলেন একজন প্রাপ্তবয়স্ক মানুষকে দৈনিক ২৫০ গ্রাম সবজি খাওয়া দরকার তাহলে পুষ্টির চাহিদা পুরণ হবে। প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ও সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পার্সন ফারুক আহমেদ। প্রশিক্ষণে সূচনা বক্তব্য দেন প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন প্রয়াসের আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রিফাত আমিন হিরা, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল, আরএমটিপি ডেইরি প্রকল্পের সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর আব্দুল্লাহ-আল-কাফী, সহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইমদাদুল হকসহ অন্যরা। কৃষি উপকরণ হিসেবে প্রয়াসের ১০ জন অতিদরিদ্র কৃষক সদস্যকে ফেরোমন ফাঁদ, হলুদ বা নীল আঠাযুক্ত বোর্ড ও কেঁচো সার, সবজি বীজ হিসেবে টমেটো, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, মরিচ বীজ ও সাইনবোর্ড ও প্রদর্শনীর তথ্য সংবলিত বই বিতরণ করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কৃষি ইউনিট। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।

নাচোলে সমন্বিত কৃষি ইউনিট (কৃষি খাত) এর আওতায় উপজেলা পর্যায়ে পরিকল্পনা ও সমন্বয় সভা

নাচোলে সমন্বিত কৃষি ইউনিট (কৃষি খাত) এর আওতায় উপজেলা পর্যায়ে পরিকল্পনা ও সমন্বয় সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সমন্বিত কৃষি ইউনিট (কৃষি খাত) এর আওতায় উপজেলা পর্যায়ে পরিকল্পনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর রবিবার সকালে নাচোল উপজেলা কৃষি অফিস হল রুমে সভায় সভাপতিত্ব করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারি পরিচালক ও সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পার্সন ফারুক আহমেদ। অতিথিদের মধ্যে বক্তব্য দেন নাচোল উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. জান্নাতি খাতুন। এসময় প্রয়াসের প্রাণিসম্পদ কার্যক্রমের তথ্য তুলে ধরেন প্রয়াসের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা রাজিন বিন রেজাউল। মৎস্য কার্যক্রম সম্পর্কে প্রয়াসের কার্যক্রম তুলে ধরেন মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক। অনুষ্ঠান সঞ্চালনা ও প্রয়াসের কৃষি ইউনিটের কার্যক্রম তুলে ধরেন প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন প্রয়াসের আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ রিফাত আমিন হিরা, অফিসার শাহরিয়ার শিমুল, আরএমটিপি ডেইরি প্রকল্পের সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর আব্দুল্লাহ কাফি, সহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামানসহ অন্যরা। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় সভার আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কৃষি ইউনিট। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ

‘স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ’- এই প্রতিপাদ্যে কাজ করছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম। এ দুটি ফোরামের সদস্যদের নিয়ে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক প্রশিক্ষণ সোমবার সকালে জেলাশহরের বেলেপুকুরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি প্রফেসর সুলতানা রাজিয়া। সভায় সূচনা বক্তব্য দেন- প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক হাসিব হোসেন। প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ডিরেক্টর শেখ মাসুদুল আলম ও প্রোগ্রাম ম্যানেজার মোরশেদ আলম। এসময় উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিকার ফোরামের চাঁপাইনবাবগঞ্জের ফোকালপার্সন ও প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রিফাত আমিন হিরা, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইমদাদুল হক। উল্লেখ্য, স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য অধিকার ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জনসচেতনতা সৃষ্টি, স্বচ্ছতা তৈরি, জবাবদিহিতা বৃদ্ধি এবং সকল পর্যায়ে জনঅংশগ্রহণ নিশ্চিত করে স্বাস্থ্যসেবা খাতে টেকসই উন্নয়ন সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষে কাজ করছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এবং যুব ফোরাম। এতে সহযোগিতা করছে বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।

বিশ শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি দিল প্রয়াস

বিশ শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি দিল প্রয়াস চাঁপাইনবাবগঞ্জে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ অতিদরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে রবিবার বিকেলে জেলাশহরের বেলেপুকুরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকীব হোসেন মিলনায়তনে শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা শিক্ষা অফিসার আবদুর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য দেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির পরিচালক পঙ্কজ কুমার সরকার। প্রধান অতিথির বক্তব্যে আবদুর রশিদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের ভালো করে লেখাপড়া করতে হবে। তোমরা এখান থেকে বৃত্তির যে টাকা পেলে, সেটা লেখাপড়ার কাজে ব্যয় করবে। তিনি বলেন, বর্তমানে আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষ লেখপড়ায় পিছিয়ে যাচ্ছি। গত কয়েকবছর আগে রাজশাহীতে অনেক ছাত্রছাত্রী পড়ালেখা করতে যেত, এখন তা অনেক কমে গেছে। তিনি উপস্থিত শিক্ষার্থীদের বলেন, লেখাপড়ার কোনো বিকল্প নেই। তোমরা বড় স্বপ্ন দেখবে এবং তা বাস্তবায়নের জন্য কঠোর অনুশীলন করবে। জেলা শিক্ষা অফিসার বলেন, তোমাদের কাছে যে মোবাইল আছে, সেটার ভালো ব্যবহার করবা। তোমাদের একটাই উদ্দেশ্য হওয়া উচিত যে, তোমরা তোমাদের মা-বাবার মুখ উজ্জ্বল করবে। সভাপতির বক্তব্যে প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন বলেন, আমরা আমাদের বাবা-মাকে যেমন সম্মান দেখাব, তেমনিভাবে আমাদের শিক্ষকদেরকেও সম্মান দেখাব। আসুন, আমরা মানুষের মতো মানুষ হয়ে দেখাই। তিনি বলেন, আমরা আমাদের নিজের, পরিবারের, সমাজের ও রাষ্ট্রের জন্য কাজ করব। তিনি আরো বলেন, নিজেকে পিছিয়ে রাখলে পেছনে যেতে হবে, নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইলে, এগিয়ে নিয়ে যাওয়া যাবে। হাসিব হোসেন বলেন, আপনি আমি আমরা সবাই মৃত্যুবরণ করব। কিন্তু আমার আপনার কর্ম বেঁচে থাকবে, এই প্রয়াস বেঁচে থাকবে এবং মানুষের কল্যাণে কাজ করবে। আশা রাখি, আমরা সফল হবো এবং আগামীদিনে আমাদের যে পরবর্তী জেনারেশন আসছে, তার জন্য কাজ করব। তিনি আরো বলেন, আমরা একে অপরকে সম্মান জানাব, একে অপরের কথা শুনব, একে অপরকে সহ্য করব এগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের মধ্যে মানবিক মূল্যবোধগুলো সৃষ্টি হবে। তাই আমাদের ব্যক্তির থেকে যে বিষয়গুলো বড় করে দেখা উচিত, সেগুলো দেখব। হাসিব হোসেন বলেন, আপনারা যেমন চাঁপাইনবাবঞ্জে জন্ম নিয়ে সারা বাংলাদেশে সৌরভ ছড়াবেন, তেমনি প্রয়াস চাঁপাইনবাবগঞ্জে জন্ম নিয়ে সারা বাংলাদেশে সৌরভ ছড়াচ্ছে। সভা সঞ্চালনা করেন প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমান।শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন- নাচোল সরকারি কলেজের শিক্ষার্থী শুভ আহমেদ ও নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী সাদিয়া নওসিন। এসময় উপস্থিত ছিলেন- প্রয়াসের সিনিয়র সহকারী পরিচালক (নিরীক্ষা) আবুল খায়ের খান, কনিষ্ঠ সহকারী পরিচালক (প্রশিক্ষণ) আব্দুস সালাম, অফিসার শাহরিয়ার শিমুল ও নয়ন আলী, নেজামপুর ইউনিয়নের সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী তৌহিদুল ইসলাম, রানীহাটি ইউনিয়নের সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী নারুল হকসহ অন্যরা। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। উল্লেখ্য, ২০ জন শিক্ষার্থীরে প্রত্যেককে ১২ হাজার টাকা করে মোট ২ লাখ ৪০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে গাভী পালন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’ সমন্বিত কৃষি ইউনিট (প্রাণিসম্পদ খাত)’র সহযোগিতায় প্রশিক্ষণের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। ২৩ সেপ্টেম্বর সকালে প্রয়াসের ইউনিট-১ গোবরাতলায় প্রশিক্ষণ প্রদান করেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. গোলাম মোস্তফা। এসময় উপস্থিত ছিলেন- প্রয়াসের কনিষ্ঠ সহকারি পরিচালক ও সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পার্সন ফারুক আহমেদ, প্রয়াস হসপিটালের সিনিয়র ম্যানেজার হোসেন আলী, প্রয়াসের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল, আরএমটিপি ডেইরি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ডা. মাহমুদুল হাসান, সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর আব্দুল্লাহ আল কাফি, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইমদাদুল হক, অফিসার শাহরিয়ার শিমুলসহ অন্যরা। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।

চাঁপাইনবাবগঞ্জে মালচিং পেপার ব্যবহার করে উচ্চমূল্যের ফসল চাষ বিষয়ক প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে মালচিং পেপার ব্যবহার করে উচ্চমূল্যের ফসল চাষ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’ সমন্বিত কৃষি ইউনিট (কৃষি খাত)’র সহযোগিতায় প্রশিক্ষণের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। ২৩ সেপ্টেম্বর সকালে প্রয়াসের ইউনিট-১ গোবরাতলায় প্রশিক্ষণ প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জুনিয়র কনসালটেন্ট কৃষিবিদ জহুরুল ইসলাম, সিনজেন্টা বাংলাদেশ’র এরিয়া সেলস ম্যানেজার কৃষিবিদ মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন- প্রয়াসের কনিষ্ঠ সহকারি পরিচালক ও সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পার্সন ফারুক আহমেদ, কনিষ্ঠ সহকারি পরিচালক আব্দুস সালাম, প্রয়াস হসপিটালের সিনিয়র ম্যানেজার হোসেন আলী, কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রিফাত আমিন হিরা, ইউনিট-১ ব্যবস্থাপক ওজিউর রহমান, সহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, অফিসার শাহরিয়ার শিমুলসহ অন্যরা। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।

রাজাবাড়ীতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানদের সাথে প্রয়াসের পরামর্শ সভা

রাজাবাড়ীতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানদের সাথে প্রয়াসের পরামর্শ সভা রাজশাহীর রাজাবাড়ীতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রধানদের সাথে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির রুরাল মাইক্রোএন্টারপাইজেস ট্রান্সফরমেশন আরএমটিপি প্রকল্প বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) রাজাবাড়ীহাট দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিভাগের প্রফেসর ডা. জালাল উদ্দীন সরদার, রাজশাহীর রাজাবাড়ীহাট দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারের উপপরিচালক ড. মো. ইসমাইল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. আকতারুল ইসলাম। এসময় বক্তারা মানসম্মত দুধ উৎপাদন ও দুগ্ধজাত পণ্য হিসেবে দই, মাঠা, টফি, ঘি, ছানা তৈরির ওপর আলোকপাত করেন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র ভ্যালুচেইনে সম্পৃক্ত স্টেকহোল্ডারদের টেকসই উন্নয়নের মাধ্যমে মানসম্মত দুধ উৎপাদন ও দুগ্ধজাত পণ্যের বহুমাত্রিকীকরণ প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়। প্রয়াসের আরএমটিপি প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রকল্পের ফোকাল পার্সন ডা. রাজিন বিন রেজাউল। অনুষ্ঠান সঞ্চালনা করেন আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ডা. মাহমুদুল হাসান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আরএমটিপি প্রকল্পের সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলেটেটর জামাল উদ্দিন, হাসান আলী ও আকরাম আলী মোল্লা, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুলসহ আরো অনেকে।

চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। প্রয়াসের পরিচালক পঙ্কজ কুমার সরকারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- প্রয়াসের পরিচালক (মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস, যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, সিনিয়র সহকারী পরিচালক আবুল খায়ের খান, সহকারী পরিচালক জুলফিকার আলী ও মমিনুল ইসলাম, কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমান ও ফারুক আহমেদ, তানভির আহম্মেদ রিয়াদ, ফিরোজ আলম, আবুল কালাম আজাদসহ সকল জোনপ্রধান, আঞ্চলিক ও ইউনিট ব্যবস্থাপক সহ অন্যরা। সভায় প্রয়াসের চলমান কার্যক্রম ও সংস্থার কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি বিষয়ে আলোচনা হয়। সেই সাথে সংস্থার কার্যক্রম দক্ষতার সঙ্গে এগিয়ে নিতে উপস্থিত কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। এছাড়াও চলতি মাস থেকে নতুন যোগ দেওয়া প্রয়াসের পরিচালক পঙ্কজ কুমার সরকারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এদিকে প্রয়াসের ইউনিট-৬২ মহিষবাথানে কর্মরত থাকা প্রশিক্ষণার্থী জুনিয়র অফিসার জসিম উদ্দিন গত ৪ জুলাই সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ায় সভায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় এবং তার স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।