হাল ছেড়ো না বন্ধু; আমরা করব জয়, আমরা করবো জয়
আজ আমাদের আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীর জন্য বিরাট অর্জন ও আনন্দের দিন। আজকে আমরা তিনটি আমের জিআই স্বীকৃতির সনদ গ্রহণ করলাম – ফজলি, আশ্বিনা ও ল্যাংড়া; ফজলি আমের জিআই স্বীকৃতি আমাদের জন্য বিশেষ কিছু, আমরা অনেক আন্দোলন করে চাঁপাইনবাবগঞ্জবাসী এটি অর্জন করেছি। ধন্যবাদ জাহাঙ্গীর সেলিম স্যার, আমিনুল ইসলাম স্যার, চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশন সহ সকল গণমাধ্যম কর্মী ও চাঁপাইনবাবগঞ্জবাসী যারা একসাথে আন্দোলন করে ফজলি আমের জিআই স্বীকৃতি অর্জন করেছি। আম চাষী ভাইদের জন্য — “হাল ছেড়ো না বন্ধু; আমরা করব জয়, আমরা করবো জয় ” ইনশাআল্লাহ।
রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) এর প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির অফিস পরিদর্শন
চাঁপাইনবাবগঞ্জকে কখনো ভুলবারনয় : ডিআইজি আনিসুর রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) বলেছেন, চাঁপাইনবাবগঞ্জকে কখনো ভুলবার নয়। কারণ চাঁপাইনবাবগঞ্জ আমার জীবনে একটি স্মৃতিময় জেলা। এছাড়া রাজশাহীও আমার কাছে স্মৃতিময় জেলা।গতকাল মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ে কমিউনিটি রেডিও রেডিও মহানন্দা পরিদশর্নকালে এ কথা বলেন তিনি।
শিক্ষা বৃত্তি প্রদান কর্মসূচি
প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি’র নকীব হোসেন মিলনায়তনে ২৬ আগষ্ট -২০২৩, ৪০ জন শিক্ষার্থী কে ১২ হাজার করে ৪ লক্ষ আশি হাজার টাকার চেক প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ছাইদুল হাসান পিপিএম, পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহা: জিয়াউল হক, বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী, সভাপতিত্ব করেন মোঃ হাসিব হোসেন প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি, ৪০ জন শিক্ষার্থী, অভিভাবক, সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মু: তাকিউর রহমান, ফোকাল পার্সন শিক্ষা বৃত্তি প্রদান কর্মসূচি।পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর আর্থিক সহায়তায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এযাবৎ ৪০৫ জন শিক্ষার্থী কে ৪৮ লক্ষ ৬০ হাজার টাকা প্রদান করে।
প্রয়াসের জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত
‘নিরাপদ খাদ্য, সমৃদ্ধ জাতি, স্মার্ট বাংলাদেশ গড়ার চাবিকাঠি’ এই প্রতিপাদ্যে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুরে বর্ণাট্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কর্মসুচি ব্যবস্থাপক ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার।এসময় তিনি বলেন, আপনার নিরাপদ খাবর উৎপাদন করুন ও নিরাপদ খাবর গ্রহণ করুন। আপনার ফসলে যদি কোন সমস্য না থাকে তাহলে আপনারা কোন প্রকার রাসায়নিক ব্যবহার করবেননা। নিয়ম মেন সার প্রয়োগ করবেন। তিনি বলেন, আপনার যে শাকসবজিটা রান্না করবেন সেটা বেশি তাপমাত্রায় রান্না করবেন। তিনি বলেন, আমরা যে খাবার খাই তার মধ্যে সি ভিটামিনটা খুবিই গুরুত্বপূর্ণ তাই সবাই দিনে অন্তত একটি করে লেবু খাবেন। এসময় তিনি নিয়মিত ডিম দুধ খাওয়ার জন্য পরামর্শ দেন।বিশেষ অতিথির বক্তব্য দেন নাচোল উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহমেদ।এসময় উপস্থিত ছিলেন প্রয়াসের এসইপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ জহুরুল ইসলাম, কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল, মংস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, ইউনিট-১১ ব্যবস্থাপক আনোয়ার হোসেন, অফিসার শাহরিয়ার শিমুল, সহকারী কৃষি কর্মকর্তা রুহুল আমিন, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এমদাদুল হক।পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)র সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কৃষি ইউনিট।অনুষ্ঠানের মিডিয়া পার্টনার দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।নিরাপদ জাতীয় খাদ্য দিবস উপলক্ষে রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
শিবগঞ্জে প্রয়াসের শীতবস্ত্র বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার ছোট চকদৌলতপুরে অতিদরিদ্র অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-৮, শিবগঞ্জ অফিসে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রয়াসের পরিচালক মুখলেছুর রহমানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সবাই কম্বল দিয়ে থাকে। যতগুলো এনজিও আছে, প্রায় সবাই এই ধরনের কার্যক্রম হাতে নেয়। তিনি বলেন, প্রয়াসকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে, আমাদের মা-বোন যারা গরিব অসহায় তাদের জন্য কম্বলের ব্যবস্থা করেছে। তিনি বলেন, যাদের কাছে অনেকের হাত পৌঁছায় না, তাদের কাছে প্রয়াসের মতো প্রতিষ্ঠান পৌঁছে যাচ্ছে। এজন্য আবারো প্রয়াসের এই আয়োজনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রধান অতিথি বলেন, সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশের মানুষ ভালো থাকবে, সুখে শান্তিতে বসবাস করবে। কেউ অনাহারে থাকবে না, কেউ অসহায় হয়ে থাকবে না। তিনি বলেন, আমি চাই, প্রয়াসের এই কর্মকাণ্ড দেখে অন্যান্য যে প্রতিষ্ঠান আছে তারাও তাদের হাতকে প্রসারিত করবে। তাহলে আমাদের সমাজে যারা অসহায় আছে, তাদের সবার কাছে আমাদের এই ক্ষুদ্র সহযোগিতা পৌাঁছে যাবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলার সহকারী শিক্ষা অফিসার রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে প্রয়াসের সহকারী পরিচালক (এমই) মোমিনুল ইসলাম, কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, এসইপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ জহুরুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক সুদেব ঘোষ, ইউনিট ম্যানেজার রাজিবুল ইসলাম, অফিসার শাহরিয়ার শিমুলসহ প্রয়াসের অন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।উল্লেখ্য, গত মঙ্গলবার প্রয়াসের নকীব হোসেন মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব। চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় প্রায় দেড় হাজার কম্বল বিতরণ করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। এর মধ্যে সদর উপজেলায় ৭ শতাধিক এবং শিবগঞ্জ উপজেলায় প্রায় ৭শ’ কম্বল বিতরণ করা হয়েছে।
রহনপুরে বীজ সার ও কৃষি উপকরণ বিতরণ প্রয়াসের
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সদস্যদের মধ্যে পেঁয়াজ বাল্ব, করলা, শশা, রেডক্যাবেজ, ব্রোকলি ও টমেটো বীজ এবং মালচিং পেপার বিতরণ করা হয়েছে। বুধবার প্রয়াসের ইউনিট-৭ (রহনপুরে) কার্যালয়ে এসব উপকরণ বিতরণ করা হয়।এর মধ্যে উৎপাদন ও পেঁয়াজ চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় ক্লাস্টার সদস্যদের মধ্যে ৮ জনকে উচ্চ ফলনশীল পেঁয়াজ বীজ প্রদান করা হয়। এছাড়া ৪ জনকে পরিবেশবান্ধব মালচিং পেপার, উচ্চ ফলনশীল করলা ও শশা বীজ, ৫ জনকে উচ্চ ফলনশীল রেডক্যাবেজ, ব্রোকলি ও বারী-৮ জাতের টমেটো বীজ প্রদান করা হয়। এছাড়াও প্রত্যেককে রাসায়নিক ও জৈব সার, সাইনবোর্ড, রেজিস্টার খাতা প্রদান করা হয়।বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রয়াসের কর্মসূচি ব্যবস্থাপক ফারুক আহমেদ, জোন প্রধান আবুল কালাম আজাদ, আঞ্চলিক ব্যবস্থাপক মনিরুজ্জামান, ইউনিট ব্যবস্থাপক জামাল হোসেন, কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ অন্য কর্মকর্তাবৃন্দ।পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় সমন্বিত কৃষি ইউনিটের (কৃষি খাত) আওতায় উপকরণগুলো বিতরণ করা হয়।অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।
প্রয়াসের কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় প্রায় দেড় হাজার কম্বল বিতরণ করবে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। এর মধ্যে সদর উপজেলায় ৭ শতাধিক এবং শিবগঞ্জ উপজেলায় প্রায় ৭শ’ কম্বল বিতরণ করা হবে।মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সকালে জেলাশহরের বেলেপুকুরে প্রয়াসের নকীব হোসেন মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মহা. জিয়াউল হক। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন- প্রয়াসের পরিচালক মুখলেছুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমান।কম্বল নিতে আসা নারী-পুরুষদের উদ্দেশ্যে বক্তারা বলেনÑ আপনারা আপনাদের সন্তানদের লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবেন। পরনির্ভরশীল না হয়ে চেষ্টা করবেন যেন নিজেই অন্যকে দিতে পারেন।
আগামী দিনে আন্তর্জাতিক অঙ্গনেও প্রয়াস তার কর্মপরিধি বিস্তৃত করবে : পুলিশ সুপার
চাঁপাইনবাবগঞ্জে ২০২০ ও ২০২১ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অতিদরিদ্র পরিবারের ৩৫ জন মেধাবী শিক্ষার্থীকে ১২ হাজার করে ৪ লাখ ২০ হাজার টাকা শিক্ষাবৃত্তি দিয়েছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। এ নিয়ে ৩৬৫ জন শিক্ষার্থীকে ১২ হাজার করে মোট ৪৩ লাখ ৮০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হলো।মঙ্গলবার সকালে জেলাশহরের বেলেপুকুরে প্রয়াসের নকীব হোসেন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব। পরে দিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মহা. জিয়াউল হক। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, প্রয়াসের পরিচালক মুখলেছুর রহমান। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন- নাচোল মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী মারুফা খাতুন এবং শিবগঞ্জ উপজেলার আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেয়া শিক্ষার্থী আফরোজা খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমান।পিকেএসএফের সহায়তায় ২০১২ সাল থেকে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এই শিক্ষাবৃত্তি চালু করে।প্রধান অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আজকের শিক্ষাবৃত্তি পাওয়াটা চমৎকার সুযোগ হিসেবে দেখ। তোমরা যদি সমাজের উপরের লেভেলে যেতে চাও, তাহলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। তুমি যাই কিছু করো না কেন, তোমাকে পরিশ্রম করতে হবে। সবকিছুই পরিশ্রমের কাজ। সেই পরিশ্রমের কাজটা তখনই সহজ হয়, যখন তুমি ছোটবেলা থেকেই সুযোগগুলো খোলা রাখো। তোমাদের সুযোগগুলো কখনো কমাইও না। আর সেই সুযোগগুলো কাজে লাগানোর একমাত্র উপায় হচ্ছে রেজাল্ট ভালো করা। আর সেটার জন্য লেখাপড়া ও পরিশ্রম করা ছাড়া কোনো উপায় নেই। তিনি আরো বলেন, তোমরা যদি স্বপ্ন দেখার বিষয়গুলো সোজা রাখো, এমন কিছু করো যাতে সমাজের ও পরিবারের জন্য কিছু করতে পারো; সেটাই তোমাদের লক্ষ্য হওয়া উচিত। তাহলে তুমি যেটাই করো না কেন, সবক্ষেত্রে তুমি সফল হবে। তোমার স্বপ্ন যেন একটা ভালো মোবাইল বা একটা মোটরসাইকেল কেনা না হয়। তিনি বলেন, স্বপ্ন পরিবর্তনের জন্য মানুষের লাইফের পরিবর্তন হয়ে যায়। তাই প্রথমে নিজের জীবনটা আগে সেট করো, তারপরে অন্য কিছু। তাই নিজেকে আগে তৈরি করো।পুলিশ সুপার বলেন, আমি এতদিন জানতাম প্রয়াস শুধু স্থানীয়ভাবে কাজ করে। কিন্তু আজ জানতে পারলাম উত্তরাঞ্চলজুড়ে অনেক মানুষকে নিয়ে কাজ করছে। অনেক জনবল এখানে কাজ করে। আমি বিশ্বাস করি, আগামী দিনে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রয়াস তার কর্মপরিধি বিস্তৃত করবে। তিনি প্রয়াস ও পিকেএসএফকে ধন্যবাদ জানান। বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মহা. জিয়াউল হক বলেন, আমার ভাবতেই ভালো লাগে যে, চাঁপাইনবাবগঞ্জের একটি প্রতিষ্ঠান প্রয়াস তাদের কর্মতৎপরতা ও কাজের দ্বারা বিভিন্ন এলাকায় কাজ করছে। আমি যখন বিভিন্ন জেলায় বিদ্যালয় পরিদর্শনে যাই আর যখন প্রয়াসের সাইনবোর্ড দেখি তখন মনটা ভরে যায়। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষাবৃত্তি আপনারা যে পাচ্ছেন, এটা ভালো একটা দিক। সরকারি শিক্ষাবৃত্তি নিয়ে অনেক স্টুডেন্ট সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তারা আমাদের জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে অবদান রাখছে। এটা গর্ব করার মতো একটা ব্যাপার। তিনি আরো বলেন, এটা কোনো দান নয় এটা আপনি আপনার মেধা দিয়ে অর্জন করেছেন। আপনারা চেষ্টা করলে লক্ষে পৌঁছাতে পারবেন। আপনি কখনো থেমে যাবেন না, আপনার লক্ষ্য পূরণ করার জন্য আপনি আপনার কর্মতৎপরতা ঠিক রাখবেন, তাহলে আপনি একদিন আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। সভাপতির বক্তব্যে প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা আজকে পড়ালেখা করছেন, সেই সাথে ভালো রেজাল্ট করেছেন বিধায় এই শিক্ষাবৃত্তি আপনারা পাচ্ছেন। আমাদের ৮০ হাজার সদস্যের মধ্যে থেকে আপনাদের নির্বাচন করা হয়েছে। প্রয়াস চাঁপাইনবাবঞ্জ, রাজশাহী, নাটোর, নওগাঁ, জয়পুরহাট এলাকায় ৭১টি ব্রাঞ্চ অফিস নিয়ে কাজ করছে। সেখানে আমরা প্রায় ৯০ হাজার পরিবারের সাথে প্রতি সপ্তাহে যোগাযোগ করছি। এসব পরিবারের মধ্যে থেকে ৩৫ জনকে বাছাই করে আজকে শিক্ষাবৃত্তি দিচ্ছি।হাসিব হোসেন বলেন, আমরা প্রায় ৪৩ লাখ টাকা তিনশোর উপরে শিক্ষার্থীকে দিয়েছি। এর মধ্য দিয়ে প্রয়াস শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকা-ে ভূমিকা রাখছে।তিনি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)কে কৃতজ্ঞতা জানান। এসময় করোনা পরিস্থিতির সময়কার কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন।প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আরো বলেন, পরিবারভিত্তিক উন্নয়নের জন্য এবং সমাজকে আরো বেগবান করার জন্য, সকলের সম্মিলিত চেষ্টায় সামাজিক উন্নয়ন আরো ত্বরান্বিত করতে আমরা কাজ করছি। তিনি বলেন, পিকেএসএফ আমাদেরকে সহায়তা করছে যার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। সকলের ভালোবাসা, পরামর্শ ও দোয়া নিয়ে এগিয়ে যাচ্ছি। সমালোচনা করবেন তবে তা যেন হয় ভুল ধরিয়ে দেয়ার জন্য, সামনে এগিয়ে যাবার জন্য। আমরা রেডিও মহানন্দার সম্প্রচারের মাধ্যমে সারাবিশ্বের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছি।স্বাগত বক্তব্যে প্রয়াসের পরিচালক মুখলেছুর রহমান জানান, শুধু শিক্ষাবৃত্তিই নয়, ঝরে পড়া শিক্ষার্থীদেরও নিয়ে প্রয়াসের কর্মসূচি চলমান রয়েছে।
চরপাঁকাতে গরু ছাগল হাঁসের টিকা প্রদান প্রয়াসের
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরপাঁকা ইউনিয়নে গরু, ছাগল ও হাঁসের টিকা প্রদান ও সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার এসব টিকা ও গাছের চারা বিতরণ করা হয়।পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় লিফট চর জমি বন্ধক কর্মসূচির আওতায় এসব কার্যক্রম পরিচালনা করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।প্রয়াসের ইউনিট-৩৮ চরপাঁকায় ৫৬০টি গরুকে ক্ষুরা রোগের, ৮৫৫টি ছাগলকে পিপিআর, ১০৫০টি মুরগিকে বিসিআরডিভি এবং আরডিভি, ৩৭০টি হাঁসকে ডাক প্লেগ টিকা প্রদান করা হয়েছে। এছাড়াও প্রত্যেক সদস্যকে কৃমিনাশক ট্যাবলেট প্রদান করা হয়।পাশাপাশি ১ হাজার ২০০ জনকে গাছের চারা প্রদান করা হয়। এর মধ্যে ৩০০ জনকে পেয়ারা, ৩০০ জনকে বলসুন্দরি, ৩০০ জনকে লেবু এবং ৩০০ জনকে পেঁপে গাছের চারা দেয়া হ। সেই সাথে ১০০ জন খামারিকে কৃত্রিম প্রজননের আওতায় এনে মোট ১০০টি গাভীকে কৃত্রিম প্রজননের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।এই সময় উপস্থিত ছিলেনÑ লিফট চর জমি বন্ধক কর্মসূচির প্রজেক্ট ম্যানেজার ডা. রাজিন বিন রেজাউল, কারিগরি কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, ইউনিট-৩৮ ব্যবস্থাপক নাঈমুল ইসলাম, প্রোগ্রাম অফিসার টেকনিক্যাল শাফিউল ইসলাম এবং লিফট প্রকল্পের খামার ব্যাবস্থাপক জামাল উদ্দিন।অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার নির্বাচনে লুনা পরিচালক পদে নির্বাচিত হওয়ায় প্রয়াস ও রেডিও মহানন্দার শুভেচ্ছা
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনে এরফান প্যানেল থেকে রাইহানুল ইসলাম লুনা সাধারণ গ্রুপ থেকে পরিচালক পদে নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি ও রেডিও মহানন্দা। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলাশহরের মিস্ত্রিপাড়ায় লুনার ব্যবসায়িক কার্যালয়ে গিয়ে শুভেচ্ছা জানান প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন।উল্লেখ্য, রাইহানুল ইসলাম লুনা জেলার একমাত্র কমিউনিটি রেডিও ‘রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম’র ব্যবস্থাপনা কমিটির একজন সদস্য।এসময় উপস্থিত ছিলেনÑ প্রয়াসের জ্যেষ্ঠ উপপরিচালক নাসের উদ্দীন সজল, সহকারী পরিচালক (নিরীক্ষণ) আবুল খায়ের খান, কর্মসূচি ব্যবস্থাপক (মানব সম্পদ ও উন্নয়ন) ফিরোজ আলম, এসইপি প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার জহুরুল ইসলাম, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম, সহকারী প্রযোজক উম্মে আয়েশা সিদ্দিকা।উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর অনুষ্ঠিত এই নির্বাচনে জেলার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।