প্রয়াসের কার্যক্রম পরিদর্শনে রাজশাহী বৃহত্তর কৃষি উন্নয়ন প্রকল্পের পরিচালক ড. হাসানুজ্জামান

প্রয়াসের কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহী বৃহত্তর কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. হাসানুজ্জামান। আজ সকালে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাই-পলশায় অবস্থিত প্রয়াসের ইউনিট-০১ এ অবস্থিত প্রয়াস এগ্রো’র ফুড প্রসেসিং প্লান্ট পরিদর্শন করেন। পরিদর্শন দলে আরো ছিলেন, ডেপুটি উপ-প্রকল্প পরিচালক, মো. এস আমিনুজ্জামান ও কৃষি সম্প্রচারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের শষ্য বিশেষজ্ঞ কৃষিবিদ মো. জহুরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, প্রয়াসের সহকারি পরিচালক মু. তাকিউর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক ইমরান আলী, প্রয়াস ফোক-থিয়েটার ইনস্টিটিউট এর টীম লিডার আহম্মেদ ফ্রান্স ও প্রয়াস এগ্রোর কর্মকর্তাবৃন্দ। পরে প্রয়াস ফোক-থিয়েটার ইনস্টিটিউট এর পরিবেশনায় গান ও গম্ভীরা দেখেন এবং রেডিও মহানন্দার স্টুডিও পরিদর্শন করেন।
প্রয়াসের কার্যক্রম পরিদর্শনে পিকেএসএফ’র সাধারণ পর্ষদ সদস্য শফিকুল ইসলাম শাহেদ

প্রয়াসের কার্যক্রম পরিদর্শনে পিকেএসএফ’র সাধারণ পর্ষদ সদস্য শফিকুল ইসলাম শাহেদ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুরে বাণিজ্যিকভাবে আম উৎপাদন ও বাজারজাতকরণ উদ্যোগ পরিদর্শন করেছেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সাধারণ পর্ষদ সদস্য শফিকুল ইসলাম শাহেদ। সোমবার বিকেলে পরিদর্শন করেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন— পিকেএসএফ’র আরএমটিপি প্রকল্পের ভ্যালুচেইন প্রজেক্ট ম্যানেজার এরফান আলী। পরে তিনি ঐতিহাসিক সোনামসজিদ পরিদর্শন করেন। এরপর শিবগঞ্জের হরিনগর তাঁতপল্লী ঘুরে দেখেন। পরিদর্শন দলের সঙ্গে ছিলেন— প্রয়াসের পরিচালক (মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ) আলেয়া ফেরদৌস এবং পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকার, প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, রেডিও মহানন্দার প্রযোজক (অনুষ্ঠান ও খবর) নয়ন আলীসহ অন্যরা। এর আগে, দুপুর ২টায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির আরএমটিপি প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে জন্য চাঁপাইনবাগঞ্জ পৌঁছান পিকেএসএফ’র সাধারণ পর্ষদ সদস্য শফিকুল ইসলাম শাহেদ। এ সময় প্রয়াসের কর্মকর্তাবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তার সহধর্মিণী ও কন্যাসন্তান সঙ্গে ছিলেন। দুই দিনব্যাপী পরিদর্শনের অংশ হিসেবে আজ মঙ্গলবার শফিকুল ইসলাম শাহেদ সদর উপজেলায় আরএমটিপি প্রকল্পের আওতায় নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন ভ্যালুচেইন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করবেন। পরে বিকেলে কোল্ড অয়েল প্রেস মেশিন ব্যবহারে সরিষার তেল উৎপাদনের উদ্যোগ পরিদর্শন ও চাষিদের সাথে মতবিনিময় করবেন। এছাড়া নাধাইকৃষ্ণপুরে সাঁওতাল পল্লী পরিদর্শন, প্রয়াস ফোক থিয়েটারের ইনস্টিটিউটের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে রেডিও মহানন্দার লাইভ প্রোগ্রামে যোগ দেবেন তিনি।
শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সমৃদ্ধি কর্মসূচির আওতায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সম্মাননা প্রদান এবং উন্নয়ন মেলা-২০২৫ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সমৃদ্ধি কর্মসূচির আওতায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সম্মাননা প্রদান এবং উন্নয়ন মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কালিনগর উচ্চ বিদ্যালয়ের হলরমে অনুষ্ঠিত এসব আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রয়াসের পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— প্রয়াসের সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, কনিষ্ঠ সহকারী পরিচালক শাহাদাৎ হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক মো এজাজুল হক। সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মো. তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা কর্মসূচি সমন্বয়কারী শাহাদাত আহমেদ, সহকারী উপজেলা সমন্বয়কারী মো. মোশারফ হোসেন, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা মো. খলিল উদ্দিন ও আসমাউল হকসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২৬টি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও ইউনিয়নের শ্রেষ্ঠ পিতা, শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ যুব নারী-পুরুষ ও শ্রেষ্ঠ প্রবীণকে সম্মাননা দেয়া হয়। এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে উন্নয়ন মেলায় অংশ নেয়া ৫টি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। স্টলে ঐতিহ্যবাহী গ্রামীণ খাবার, দেশীয় ফল প্রদর্শিত হয়। এছাড়াও প্রয়াস হসপিটালের স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবীগণ আগত দর্শনার্থীদের প্রাথমিক চিকিৎসা সেবা দেন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহায়তায় এই অনুষ্ঠানের আয়োজন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
নাচোলে সফল উদ্যোক্তাদের সম্মাননা দিল প্রয়াস

নাচোলে সফল উদ্যোক্তাদের সম্মাননা দিল প্রয়াস চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সফল উদ্যোক্তাদের সম্মাননা দিয়েছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। প্রয়াসের কৃষি ইউনিটের আওতায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সফল উদ্যোক্তাদের এই সম্মাননা দেয়া হয়। বৃহস্পতিবার সকালে নাচোল ব্যাডমিন্টন অডিটোরিয়ামে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন— রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনন্দ কুমার অধিকারী। প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন— জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা, নাচোল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. কাওসার আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইমরুল কায়েস, প্রয়াসের কনিষ্ঠ সহকরী পরিচালক ফারুক আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল, কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক। এসময় আরো উপস্থিত ছিলেন— সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এমদাদুল হক, সহকারী কৃষি কর্মকর্তা মো. সিফাতুল্লাহ ও মনিরুজ্জামান, সহকারী মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ-আল-কাফীসহ নাচোল উপজেলার কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের আওতায় সফল উদ্যোক্তাগণ। অনুষ্ঠানে মোট ৬ জন উদ্যোক্তাকে সম্মাননা দেয়া হয়। এর মধ্যে কৃষি ইউনিটের আওতায় প্রাণিসম্পদ খাতে উত্তম ব্যবস্থাপনা নিশ্চিত করে গাভী পালনে সফল উদ্যোক্তা হিসেবে মো. আনোয়ার হোসেন, রাজহাঁসের প্রাকৃতিক হ্যাচারি ব্যবহার করে বাচ্চা উৎপাদনে সফল উদ্যোক্তা হিসেবে মোসা. হিরা বেগম, মৎস্য খাতে আধা নিবিড় পদ্ধতিতে দেশী শিং-মাগুর-কার্প মিশ্র চাষে সফল উদ্যোক্তা হিসেবে মো. নাহিদ ইসলাম ও ও আধা নিবিড় পদ্ধতিতে কার্প ফ্যাটেনিং মাছ চাষে সফল উদ্যোক্তা হিসেবে মো. আরিফুল ইসলামকে সম্মাননা দেয়া হয়। এছাড়াও সম্মাননা দেয়া হয় কৃষি খাতে পেঁয়াজ বীজ উৎপাদনে সফল উদ্যোক্তা হিসিবে মো. আব্দুল হাই ও নিরাপদ সবজি উৎপাদনে সফল উদ্যোক্তা হিসেবে মো. সেরাজুল হককেও। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহায়তায় সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
সমৃদ্ধি কর্মসূচির আওতায় পরিচালিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সম্মাননা প্রদান এবং উন্নয়ন মেলা-২০২৫

সমৃদ্ধি কর্মসূচির আওতায় পরিচালিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সম্মাননা প্রদান এবং উন্নয়ন মেলা-২০২৫ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় পরিচালিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সম্মাননা প্রদান এবং উন্নয়ন মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে পলশা আলিম মাদ্রাসা’র হল রমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. হাসিব হোসেন। মাদ্রাসা ‘র অধ্যক্ষ মাওলানা মো. একরামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াসের পরিচালক (মানব সম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ) আলেয়া ফেরদৌস, সহকারী পরিচালক মু. তাকিউর রহমান ও ইউনিট-১ এর ম্যানেজার অজিউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মো. তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে ২৬টি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রেষ্ঠ পিতা, শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ যুব নারী-পুরুষ, ও শ্রেষ্ঠ প্রবীনের পুরস্কার প্রদান করা হয়। এর আগে উন্নয়ন মেলায় অংশ নেওয়া ৫টি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। স্টলে ঐতিহ্যবাহী গ্রমীন খাবার, দেশীয় ফল প্রদর্শিত হয়। এছাড়াও প্রয়াস হসপিটালের স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবীগণ অনুষ্ঠানে আগত দর্শনার্থীদের প্রাথমিক চিকিৎসা প্রদার করেন। উল্লেখ্য পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহায়তায় অনুষ্ঠানের আয়োজন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
পুকুরে মাছ চাষে এয়ারেটর স্থাপন

পুকুরে মাছ চাষে এয়ারেটর স্থাপন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি কর্তৃক বাস্তবায়িত ২০২৪-২৫ অর্থবছরে aquaculture mechanization প্রদর্শনীতে টু হর্স পাওয়ার এয়ারেটর পুকুরে স্থাপনের জন্য সেটিংস এর কাজ চলমান। পুকুরে মাছ চাষে এয়ারেটর স্থাপনের সুবিধা সমূহ : ১. অধিক ঘনত্বে মাছ চাষ করা যায়। ২.মাছের খাবি খাওয়া ও ভেসে উঠা নিয়ন্ত্রণ করা যায়। ৩.পুকুরে এয়ারেটরের মাধ্যমে বায়ুচলাচল করে অক্সিজেনের মাত্রা বাড়ানো যায়। ৪. পুনরায় ব্যবহারযোগ্য পুষ্টি ও অন্যান্য উপাদানসমূহের পরিমাণ বৃদ্ধি পায়। ৫. মাছের বিপাকীয় কার্যক্রম বৃদ্ধি পায়। ৬. জলাশয়ে পানি বিশুদ্ধকরণে সহায়তা করে। ৭. মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। ধন্যবাদান্তে, মো: আব্দুর রাজ্জাক মৎস্য কর্মকর্তা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
শেষ হলো প্রয়াসের ২ দিনব্যাপী ষান্মাসিক অগ্রগতি সভা

শেষ হলো প্রয়াসের ২ দিনব্যাপী ষান্মাসিক অগ্রগতি সভা রাজশাহীতে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির দুই দিনব্যাপী ষান্মাসিক অগ্রগতি ও পর্যালোচনা সভা শেষ হয়েছে। শনিবার রাজশাহীর বায়ায় আশ্রয় ট্রেনিং সেন্টারে আয়োজিত সভার শেষ দিনে প্রধান অতিথি ছিলেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। প্রধান অতিথির বক্তব্যে হাসিব হোসেন বলেন, গত দুই দিনে আপনাদের যে কার্যক্রম দেখেছি তাতে আমার বিশ্বাস, আপনারা এতে উৎসাহিত হয়েছেন। আপনারা নিজেরা নিজেকে চিনতে পেরেছেন। কার কি আবস্থান, আপনারা সেটা দেখতে পেয়েছেন। এর মাধ্যমে নিজেকে আয়নায় দেখেছেন। এখন নিজের মধ্যে জেদ তৈরি করেন, নিজেকে আরো ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। আর যারা লিবারেল আছেন সমান্তরাল আছেন, তারা শিখনটাকে কাজে লাগিয়ে কাজের অগ্রগতি বাড়াতে চেষ্টা করুন। আপনাদের জন্য আমার বুকভরা ভালোবাসা রইল। সভায় সভাপতিত্ব করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির পরিচালক পঙ্কজ কুমার সরকার। এসময় অন্যানোর মধ্যে বক্তব্য দেন- প্রয়াসের পরিচালক (মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস, যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, সিনিয়র সহকারী পরিচালক (অডিট) আবুল খায়ের খান, সহকারী পরিচালক জুলফিকার আলী, কনিষ্ঠ সহকারী পরিচালক ফিরোজ আলম, ফারুক আহমেদ, তাকিউর রহমান, আব্দুস সালাম, শাহাদৎ হোসেন, প্রয়াস হসপিটালের সিনিয়র ব্যবস্থাপক হোসেন আলী, রেইজ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আলম বিশ্বাস, ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক বকুল কুমার ঘোষ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল, ডেপুটি ম্যানেজার মেহেদী হাসান আসিফ, সহকারী ব্যবস্থাপক পঙ্কজ কুমার পাল। এসময় ইউনিট ব্যবস্থাপকগণ তাদের কাজের অগ্রগতি ও আগামী পরিকল্পনা উপস্থাপন করেন। সভায় মোট চারটি ক্যাটাগরিতে ৩১ জনকে উৎসাহমূলক পুরস্কার প্রদান করা হয়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক তানভীর আহমেদ রিয়াদ, আবুল কালাম আজাদ, সিনিয়র ব্যবস্থাপক (হিসাব) সফিকুল ইসলামসহ সকল জোনপ্রধান, ইউনিট ম্যানেজারসহ অন্যরা।
রহনপুরে প্রয়াসের পেঁয়াজ বীজ (কন্দ) বিতরণ

রহনপুরে প্রয়াসের পেঁয়াজ বীজ (কন্দ) বিতরণ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে সমন্বিত কৃষি ইউনিট (কৃষি খাত)’র আওতায় পেঁয়াজ বীজ (কন্দ) বিতরণ করা হয়েছে। ০৩ ডিসেম্বর সকালে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-০৭ রহনপুর অফিসে পেঁয়াজ বীজ (কন্দ)বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পেঁয়াজ বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে পরামর্শ প্রদান করেন প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রিফাত আমিন হিরা, ইকবাল মাহমুদ, ইনভাইরনমেন্ট অফিসার স্মার্ট প্রজেক্ট, সহকারী কৃষি, প্রাণিসম্পদ কর্মকর্তা যথাক্রমে মো. মনিরুজ্জামান, মোঃ ইমদাদুল হক এবং আব্দুল্লাহিল কাফি। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় পেঁয়াজ বীজ (কন্দ) বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।
গোবরাতলায় প্রয়াসের কৃষি উপকরণ বিতরণ

গোবরাতলায় প্রয়াসের কৃষি উপকরণ বিতরণ চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলায় সমন্বিত কৃষি ইউনিট (কৃষি খাত)’র আওতায় কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ২৪ নভেম্বর সকালে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-০১ গোবরাতলা অফিসে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কৃষি উপকরণ হিসাবে ব্রি ধান- ২৮, ৩৬, ৮৮, ৮৯, ৯২ জাতের বীজ প্রদান করা হয়। অনুষ্ঠানে ধান চাষ বিষয়ে পরামর্শ প্রদান করেন প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রিফাত আমিন হিরা, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, ইউনিট-০১এর হিসাব রক্ষক মোঃ আসলাম হোসেন, সহকারী কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।
চরঅনুপনগরে সরিষা বীজ বিতরণ

চরঅনুপনগরে সরিষা বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১২ চরঅনুপনগর অফিসের সদস্যেদের সরিষার বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে এই বীজ বিতরণ করা হয়। বীজ বিতরণ অনুষ্ঠানে সরিষা চাষ বিষয়ে পরামর্শ প্রদান করেন আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ রিফাত আমিন হিরা। এসময় উপস্থিত ছিলেন প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, ইউনিট-১২ ব্যবস্থাপক মো. জাকারিয়া, স্মার্ট প্রকল্পের পরিবেশ কর্মকর্তা ইকবাল মাহমুদ, অফিসার শাহরিয়ার শিমুল, জুনিয়র অফিসার আলমাস উদ্দিনসহ অন্যরা। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সরিষার নিরাপদ ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এই বীজ বিতরণ করে। অনুষ্ঠানে ১০০ জন কৃষকের প্রত্যেককে সরিষা বীজ, জৈব সার ও ছত্রাকনাশক প্রদান করা হয়।