আরএমটিপি প্রকল্পের প্রোডাক্ট লঞ্চিং প্রোগ্রাম

আরএমটিপি প্রকল্পের প্রোডাক্ট লঞ্চিং প্রোগ্রাম চাঁপাইনবাবগঞ্জে তৈরিকৃত স্বাস্থ্যসম্মত সরিষার তেল বিক্রির প্রসারে প্রোডাক্ট লঞ্চিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২টায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকীব হোসেন মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার। এসময় তিনি বলেন, সরিষার তেলে রান্না করা খাবার একশ ভাগ নিরাপদ। যেই সরিষার তেলে ইউরিক অ্যাসিডের পরিমাণ কম, সেই তেলের ঝাঁজ কম। যেই তেলে ঝাঁজ কম, সেই তেল আপনার আমার শরীরের জন্য ভালো। তিনি আরো বলেন, কোল্ড ওয়েল প্রেস মেশিনে কোনো প্রকার পানি মেশানো দরকার হয় না, যার ফলে এই মেশিনের তেল অনেক দিন সংরক্ষণ করা যায়। ড. পলাশ সরকার এ সময় সরিষা চাষি, ক্ষুদ্র উদ্যোক্তা ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, এই যে সরিষার তেল মার্কেটিংয়ের জন্য যে উদ্যোগ নেয়া হয়েছে, সেটা একটি ভালো উদ্যোগ। প্রোডাক্ট মার্কেটিংয়ের জন্য আপনাদের দোকানের সামনে প্রয়োজনে এই তেলের পুষ্টি গুণাগুণ সম্পর্কে বিস্তারিত লিখে রাখবেন এবং চ্যালেঞ্জ নিবেন যে, এই তেল কেন খাবেন। সেখানে উল্লেখ রাখবেন, এই কোল্ড ওয়েল প্রেস মেশিনের তেল ১ বছর পরও আজকের মতো থাকবে। এই তেল নষ্ট হবে না। তিনি আরো বলেন, আপনার বিনা সরিষা-১১ চাষ করার জন্য উদ্যোগ গ্রহণ করেন। এটাতে আমি আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। বিশেষ অতিথির বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ কৃষি বিপণন অধিদপ্তরের জেলা বাজার কর্মকর্তা মো. মনোয়ার হোসেন। সভাপতির বক্তব্যে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন বলেন, বিজনেস করা, চাকরি করার থেকেও কঠিন। বিজনেসে রাত-দিন নাই। যিনি বিজনেসে রাত-দিন ভাববে, তিনি কোনো দিন সফল হতে পারবেন না। আমরা যদি কিছু টেকনিক বা কৌশল অবলম্বন করে চলি তাহলে কৃষক, ব্যবসায়ী বা ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে সফল হতে পারব। আমরা একে অপরকে সহযোগিতা করার মাধ্যমে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ও আরএমটিপি প্রকল্পের ফোকাল পার্সন ফারুক আহমেদ। এসময় উপস্থিত ছিলেন- কর্মসূচি ব্যবস্থাপক কৃষিবিদ জহুরুল ইসলাম, অফিসার শাহরিয়ার শিমুল, রেডিও মহানন্দার সহকারী প্রযোজক (অনুষ্ঠান ও খবর) সোনিয়া শীল। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান। আরএমটিপি প্রকল্পের কার্যক্রম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক রিফাত আমিন। এসময় তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন ক্ষুদ্র উদ্যোক্তা পিকেএসএফ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহযোগিতায় কোল্ড ওয়েল প্রেস মেশিনের মাধ্যমে সরিষার তেল উৎপাদন করে বিক্রি করছেন। তাদের ব্র্যান্ডিং তেলগুলো হচ্ছেÑ ‘মোস্তাফিজুর সরিষার তেল’, ‘গৌড় সরিষার তেল’ ও ‘কৃষক সরিষার তেল’। প্রোডাক্ট লঞ্চিং প্রোগ্রামে আরো বক্তব্য দেন- ক্ষুদ্র উদ্যোক্তা জসিম উদ্দিন, ব্যবসায়ী একরামুল হক, আব্দুল মালেকসহ জেলার ক্ষুদ্র উদ্যোক্তা, ব্যবসায়ীসহ চাষিরা। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সরিষার নিরাপদ ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় প্রোডাক্ট লঞ্চিং প্রোগ্রামের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
বরেন্দ্র অঞ্চলে মানুষের খরা-সহিষ্ণুতা বৃদ্ধিতে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি সহ ১৮ এনজিও’র সাথে পিকেএসএফ-এর চুক্তি স্বাক্ষর।

বরেন্দ্র অঞ্চলে মানুষের খরা-সহিষ্ণুতা বৃদ্ধিতে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি সহ ১৮ এনজিও’র সাথে পিকেএসএফ-এর চুক্তি স্বাক্ষর। বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলে খরা-পীড়িত জনগোষ্ঠীর জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবেলায় সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) Extended Community Climate Change Project- Drought (ECCCP- Drought) শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে। এতে সহ-অর্থায়ন করছে গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)। ১৩ মার্চ ২০২৪, পিকেএসএফ ভবনে মাঠ পর্যায়ে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ১৮টি বেসরকারি সংস্থার সাথে প্রকল্প বাস্তবায়ন চুক্তি স্বাক্ষর এবং প্রকল্প ফোকাল পার্সনদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার এনডিসি, উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বি ছাদেক আহমাদ এবং মহাব্যবস্থাপক (পরিবেশ ও জলবায়ু পরিবর্তন) ড. এ.কে.এম. নুরুজ্জামান। প্রকল্পটি বরেন্দ্র অঞ্চলভুক্ত নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় বাস্তবায়িত হবে। প্রকল্পে প্রস্তাবিত প্রধান কার্যক্রমগুলো হলো বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি, ‘ম্যানেজ্ড এ্যাকুইফার রিচার্জ সেন্টার’ প্রতিষ্ঠায় সহযোগিতা, পুকুর ও খাল পুনর্খনন এবং পুকুরভিত্তিক ভূ-গর্ভস্থ পানি পুন:ভরণ করা। এছাড়া, প্রকল্পের আওতায় খরা-অভিযোজনক্ষম ফসল বিন্যাস এবং ফলজ/বনজ বৃক্ষরোপণ করা হবে। চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠিকতা শেষে ড. নমিতা হালদার এনডিসি বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম। এ বিপন্নতা রোধকল্পে সরকার ইতোমধ্যে বিভিন্ন কর্মকৌশল ও নীতিমালা প্রণয়ন করে সেগুলো বাস্তবায়ন করছে। পিকেএসএফ এ প্রকল্পের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে থাকা দরিদ্র ও অতিদরিদ্র, বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করবে। পিকেএসএফ-এর এ প্রকল্প মাঠ পর্যায়ে বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো হলো ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), টিএমএসএস, গ্রাম উন্নয়ন কর্ম (গাক), এসকেএস ফাউন্ডেশন, ঘাসফুল, ওয়েভ ফাউন্ডেশন, মৌসুমী, জয়পুরহাট রুরাল ডেভেলপমেন্ট মুভমেন্ট (জআরডিএম), দাবি মৌলিক উন্নয়ন সংস্থা, ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি), প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি, সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস), রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক), শতফুল বাংলাদেশ, ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক), জাকস ফাউন্ডেশন, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা এবং আরডিআরএস বাংলাদেশ। উল্লেখ্য প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এই প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করবে।
MRA ও প্রয়াস চুক্তি স্বাক্ষর

MRA ও প্রয়াস চুক্তি স্বাক্ষর মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি এর উদ্যোগে মাইক্রোফাইন্যান্স ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (MF-CIB) তে জাতীয় পরিচয়পত্র যাচাই বিষয়ক দ্বিতীয় পর্যায়ে ২৫টি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের (এর মধ্যে অন্যতম MFI প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি) সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান এমআরএ কনফারেন্স রুমে ১১ মার্চ , ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এমআরএ এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান জনাব মোঃ ফসিউল্লাহ্। এমআরএ এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন নির্বাহী পরিচালক জনাব মুহাম্মদ মাজেদুল হক এবং প্রয়াস য়ানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ হাসিব হোসেন, কনিষ্ট্য সহকারী পরিচালক তানভির আহমেদ রিয়াদ সহ ২৪ টি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানসমূহ এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন স্ব স্ব প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালকগণ । এছাড়া উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অথরিটির পরিচালক, উপপরিচালক এবং শীর্ষ ২৫ টি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের এমএফ-সিআইবি এর ফোকাল পার্সনগণ । চুক্তি পর্ব শেষে এমআরএ এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মহোদয় সহ ৩ নির্বাহী পরিচালক এর হাতে প্রয়াস এর টি-সার্ট তুলে দেওয়া হয়।
পিকেএসএফ ও কানাডার প্রতিনিধি দলের কৃষিবিষয়ক প্রকল্প পরিদর্শন

পিকেএসএফ ও কানাডার প্রতিনিধি দলের কৃষিবিষয়ক প্রকল্প পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর কারিগরি ও আর্থিক সহায়তায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদসহ কৃষি খাতের সামগ্রিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। রবিবার এসব কার্যক্রম পরিদর্শন করেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার এবং কানাডার সাসকেচুয়ান বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত গ্লোবাল ইনস্টিটিউট অব ফুড সিকিউরিটি (জিআইএফএস)-এর ৫ সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি নাচোল উপজেলার এলাইপুর বাইলকাপাড়ায় কাটিমন আম ও ড্রাগন ফলের বাগান, সোনাইচন্ডী এলাকায় পেঁয়াজ বীজ, গম, ডাল ফসল (মটরশুঁটি ও মসুর) উৎপাদন সংক্রান্ত কার্যক্রম, এবং গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ এলাকায় মাছ চাষ প্রদর্শনী পরিদর্শন করে। পরিদর্শনকালে ড. নমিতা হালদার বলেন, “আমাদের সহায়তায় কৃষকরা কীভাবে খাদ্য উৎপাদন করে, উৎপাদিত পণ্যের বৈচিত্রায়ন এবং কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ পণ্যের সংরক্ষণ বিষয়ক করণীয় নির্ধারণের লক্ষেই ৫ সদস্যের প্রতিনিধি দলটি কানাডা থেকে বাংলাদেশে এসেছেন। তারা কানাডায় ফিরে গিয়ে আমাদের এ বিষয়ে তাদের পরামর্শ জানাবেন।” এসময় জিআইএফএস’র বঙ্গবন্ধু রিসার্চ চেয়ার ড. এন্ড্রু শার্প বলেন, “এখানকার কৃষকদের চাষাবাদ দেখে আমি মুগ্ধ। মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষে বাংলাদেশের কৃষক এবং জিআইএফএস’র মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আমরা আশাবাদী।” কানাডা থেকে আসা প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- ন্যাশনাল রিসার্চ কাউন্সিল অব কানাডার সিনিয়র রিসার্চ অফিসার পঙ্কজ ভৌমিক, পিএইচডি, জিআইএফএস’র ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ডেভেলপমেন্ট অফিসার হাসান আহমেদ এবং জিআইএফএস’র বাংলাদেশ প্রতিনিধি শ্রীকান্ত আত্তালুরি। পিকেএসএফ’র কর্মকর্তাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- মহাব্যবস্থাপক ড. মো. আব্দুল মালেক, ব্যবস্থাপক সুহাস শংকর চৌধুরী এবং উপ-ব্যবস্থাপক মো. আব্দুল হাকিম। এসময় মাঠপর্যায়ে কার্যক্রম বাস্তবায়নকারী সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, পরিচালক আলেয়া ফেরদৌস, সিনিয়র সহকারী পরিচালক আবুল খায়ের খান, সহকরী পরিচালক জুলফিকার আলী, কনিষ্ঠ সহকারী পরিচালক ও সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পার্সন ফারুক আহমেদ, কর্মসূচি ব্যবস্থাপক কৃষিবিদ জহুরুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজশাহীতে দিনব্যাপী সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

রাজশাহীতে দিনব্যাপী সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত রাজশাহীতে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে রাজশাহীর হাজী মুহাম্মদ মুহসিন সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিনব্যাপী এই মেলার উদ্বোধন করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। এই মেলায় মোট ১২৫টি স্টল অংশ নেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর, নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা ইউডিসি সেন্টার নিজ নিজ স্টলে অংশ নেয়। এদিকে উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি তাদের স্টলে সর্বজনীন পেনশন স্কিমের লিফলেট বিতরণ করে এবং মেলায় উপস্থিত প্রয়াসের কর্মকর্তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করে। এসময় প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, প্রয়াসের পরিচালক আলেয়া ফেরদৌস, যুগ্ম-পরিচালক নাসের উদ্দিন, সিনিয়র সহকারি পরিচালক তাজেমুল হক, আবুল খায়ের খান, সহকারী পরিচালক জুলফিকার আলী ও মমিনুল ইসলাম, কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, আব্দুস সালাম, ফিরোজ আলম ও আবুল কালাম আজাদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ১৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে সর্বজনীন পেনশন কর্মসূচির উদ্বোধন করেন। চার শ্রেণির জনগোষ্ঠীর জন্য চার ধরনের পেনশন স্কিম রয়েছে। এগুলো হলো প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাসী। এর মধ্যে বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য ‘প্রগতি’, স্বকর্মে নিয়োজিত ব্যক্তিদের জন্য ‘সুরক্ষা’, প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘প্রবাসী’ এবং নিম্ন আয়ের জনগোষ্ঠীর জন্য ‘সমতা’।
প্রয়াসের উদ্যোগ : ১২৯ জন ক্ষুদ্র উদ্যোক্তা পেলেন প্রযুক্তি ও আর্থিক সহায়তা

চাঁপাইনবাবগঞ্জে প্রোমোটিং এগ্রিকালচার কামার্সিয়ালাইজেশন অ্যান্ড এন্টারপ্রাইজেস (পেস) প্রকল্পের আওতায় ক্ষুদ্র উদ্যোগে উৎপাদিত পণ্যের মানোন্নয়ন, ব্র্যান্ডিং এবং ই-কমার্স ভিত্তিক বিপণন বিষয়ক উপপ্রকল্পের প্রযুক্তি ও আর্থিক সহায়তা এবং সুরক্ষা সরঞ্জাম বিতরণ করা হয়েছে।১৮ অক্টোবর বুধবার প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকীব হোসেন মিলনায়তনে প্রযুক্তি ও আর্থিক সহায়তা এবং সুরক্ষা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোসা. তাছমিনা খাতুন।এসময় তিনি বলেন, আমি আরো অনেক জায়গায় কাজ করেছি কিন্তু আজকে আপনাদের যে উদ্যোক্তাদের নিয়ে আয়োজন সেটা আমার অনেক ভালো লেগেছে। অনেক জায়গায় কাগজে কলমে আছে কিন্তু বাস্তবতায় কিছু নেই কিন্তু প্রয়াস যে কাজটা করছে সেটা আমার কাছে খুব ভালো লেগেছে। প্রয়াস সফল উদ্যোক্তাদের নিয়ে কাজ কারছে। তিনি বলেন, এখানে যে মায়েরা, বোনেরা আছেন আমাদের সবাইকে আপন শক্তিতে জ¦লে উঠতে হবে। তাছমিনা খাতুন বলেন, চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ের হার অনেক বেশি, সারাদেশে এবার হয়েছে দ্বিতীয় এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার ব্যাপার। এর জন্য আমাদের মায়েদেরকে শিক্ষিত হতে হবে। একটা পরিবারে যদি মা বাবা শিক্ষিত না হয় তাহলে কিন্তু সন্তানদের শিক্ষিত হওয়া খুব কঠিন। আপনার মননশীলতা, আপনার আচার আচরণ আপনার সন্তানের মাঝে যাবে।তিনি আরো বলেন, প্রয়াস যে সফল উদ্যোক্তাদের সহায়তা প্রদান করছে তা অত্যন্ত গর্বের। এখান থেকে সহায়তা নিয়ে উদ্যোক্তারা অনলাইনে ব্যবসা পরিচালনা করছেন এটা প্রশংসার দাবিদার। আপনারা মায়েরা বোনেরা যারা আছেন আগামীতে আপনারা আরো ভালো কিছু করবেন এবং নিজের মনমানসিকতার পরিবর্তন করবেন। নিজেকে জানতে শিখুন নিজেকে বুঝতে শিখুন। নিজেকে কখনো ছোট ভাববেন না। তিনি বলেন সবসময় মনে রাখবেন অন্যরা পারলে আপনিও পারবেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। সভাপতির বক্তব্যে হাসিব হোসেন বলেন, আপনারা পণ্য তৈরি করছেন এটাকে মার্কেটে নিয়ে যাওয়া বা সেল করা কঠিন কাজ। এইজায়গায় আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি যেখানে আটকাবেন সেখান থেকে আপনি কিন্তু শিখবেন। আপনার কি নাই সেটা নিয়ে হতাশ হবেন না, আপনার কাছে যা আছে তা নিয়ে সামনের দিকে এগিয়ে যান। হাসিব হোসেন বলেন, আপনার আজকের কাজটাকে আরো মানন্নোয়ন করতে হবে। সময়ের সাথে সাথে আপনি অভিজ্ঞতা অর্জন করছেন।তিনি বলেন, পণ্য উৎপাদন করার পর সেগুলো মার্কেটে নিয়ে যাওয়ার জন্য কিছু চ্যালেঞ্জ আছে, সেগুলোকে মোকাবেলা করতে হবে। আপনাদের ঘরে বসে ডিজিটাল প্লাটফরম ব্যবহার করে মার্কেট তৈরি করার জন্য কাজ করতে হবে ও দক্ষতা অর্জন করতে হবে। আপনাদের পণ্যের ছোট ছোট ছবি ভিডিও তৈরি করে অনলাইনে দিতে হবে। হাসিব হোসেন বলেন, আগামীতে আপনারা সফল হবেন। আমরা এখন যেমন বলি চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী আগামীতে যেন বলতে পারি চাঁপাইনবাবগঞ্জ উদ্যোক্তারও রাজধানী। আমরা আগামী দিনকে জয় করবো এবং নিজেকে মানুষ হিসেবে পরিচিত করে তুলব।পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।অনুষ্ঠান সঞ্চালনা করেন, প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক (প্রশিক্ষণ) আব্দুস সালাম। সূচনা বক্তব্য প্রদান করেন প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমানএসময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী ব্যবস্থাপক রেজাউল করিম, অফিসার মাইনুল ইসলাম, শাহরিয়ার শিমুল, মজিবুর রহমান, নয়ন আলী, জুনিয়র অফিসার মোমেনা ফেরদৌসসহ অন্যরা।উল্লেখ্য, এই প্রকল্পের মাধ্যমে প্রয়াস তার কর্ম এলাকায় ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি, প্রশিক্ষণ প্রদান, উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের মান উন্নয়ন, ব্র্যান্ডিং, ই-কমার্সভিত্তিক বিপণনসহ নানা বিষয়ে কাজ করছে। এই প্রকল্পের আওতায় ১০টি ক্যাটাগরিতে মোট ১২৯ জন ক্ষুদ্র উদ্যোক্তাকে সহায়তা প্রদান করা হলো।
প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি ও বাইস এর আয়োজনে ক্ষুদ্র অর্থায়ন পরিচালনা ও ব্যবস্থাপনা এবং এমএফআই – সিআইবি বিষয়ে প্রশিক্ষণ

ক্ষুদ্র অর্থায়ন খাতে কর্মরত জনবলের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এর উদ্যোগে গত ২-৩ সেপ্টেম্বর, ২০২৩ চাপাইনবাবগঞ্জস্থ অথরিটি এর সনদ প্রাপ্ত প্রতিষ্ঠান প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি ও বাইস এর আয়োজনে শাখা ব্যবস্থাপক ও তদূর্ধব কর্মকর্তাগণের অংশগ্রহণে “ক্ষুদ্র অর্থায়ন পরিচালনা ও ব্যবস্থাপনা এবং এমএফআই – সিআইবি বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ক্ষুদ্র অর্থায়ন কর্যক্রম পরিচালনা সংশ্লিষ্ট আইন – বিধি, সার্কুলার, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান কর্তৃক তথ্য প্রদান প্রক্রিয়া ও এর বিশ্লেষণ, মানবসম্পদ, ক্রয় ব্যবস্থাপনা, শুদ্ধাচার, সিটিজেন চার্টার ও এমএফআই -সিআইবি ইত্যাদি বিভিন্ন বিষয়ে আয়োজিত উল্লিখিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত থেকে উদ্বোধন করেন এমআরএ-এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান জনাব মোঃ ফসিউল্লাহ্। উক্ত প্রশিক্ষণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এর প্রধান নির্বাহীসহ প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়া প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন অথরিটি এর নির্বাহী পরিচালক জনাব মুহাম্মদ মাজেদুল হক, পরিচালক জনাব মোঃ নূরে আলম মেহেদী, উপপরিচালক জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, সহিদুল হাসান, পঙ্কজ কুমার পাল এবং সিনিয়র সহকারী পরিচালক জনাব সুমন চাকমা
প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ম্যাংগো প্রোডাক্ট ডাইভারসিফিকেশন ফ্যাক্টরি পরিদর্শন করলেন কৃষি মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক ডক্টর হাসানুজ্জামান হাসান।

আজ ০২/০৯/২০২৩ইং তারিখ ফাউন্ডেশন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন- পিকেএসএফ এর সহায়তায় পেস প্রকল্পের আওতায় গোবরাতলা ইউনিয়নের চাঁপাই মহেষপুরে স্থাপিত ম্যাংগো প্রোডাক্ট ডাইভারসিফিকেশন ফ্যাক্টরি পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক ড. হাসানুজ্জামান হাসান। পরিদর্শনকালে সঙ্গী হিসেবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.পলাশ সরকার, নাচোলের উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম, কৃষি মন্ত্রণালয়ের মনিটরিং অফিসার নাঈম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, এসিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ জহুরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল, পেস প্রকল্পের ফুড ইঞ্জিনিয়ার রাজু আহমেদ, অফিসার মাইনুল ইসলাম সহ অন্যরা। ফ্যাক্টরি পরিদর্শনের সময় প্রকল্প পরিচালক ম্যাংগো ডাইভারসিফিকেশন পণ্যের উপর অধিক গুরুত্ব আরোপ করেন। আমের প্রক্রিয়াজাত পণ্য হিসেবে আমসত্ত্ব, আচার, আমচুর, আমের গুঁড়া ইত্যাদি উৎপাদন ও বাজারজাতকরণে উদ্বুদ্ধ করেন। প্রয়াসের এমন উদ্যোগকে সাধুবাদ জানান তিনি। কৃষি মন্ত্রণালয় এই ধরণের উদ্যোক্তা সংস্থাকে সামনে এগিয়ে যেতে প্রয়োজনীয় সহযোগিতা করে থাকে। প্রয়াসের ফ্যাক্টরিতে আম প্রক্রিয়াজাতকরণ, বহুমুখী পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেন।
ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

অদ্য ২৪/০৮/২০২৩ইং তারিখ চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নে সমৃদ্ধি কমসূচির আওতায় পিকেএসএফ এর আর্থিক সহায়তায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি সমৃদ্ধি শিক্ষা কার্যক্রমের আওতায় ৯৫০ জন ছাত্র ছাত্রীদের মাঝে দুটি (ফলজ ও বনজ) করে গাছের চারা বিতরণ করা হয়।এই সময় উপস্থিত ছিলেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ও সমৃদ্ধি কমসূচির ফোকাল পার্সন মু তাকিউর রহমান, প্রয়াস হসপিটাল ব্যবস্থাপক মোঃ রুহুল আমিন,ইউনিট ব্যবস্থাপক প্রসন্ন কুমার পাল সহ সমৃদ্ধি টিম।
হাল ছেড়ো না বন্ধু; আমরা করব জয়, আমরা করবো জয়

আজ আমাদের আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীর জন্য বিরাট অর্জন ও আনন্দের দিন। আজকে আমরা তিনটি আমের জিআই স্বীকৃতির সনদ গ্রহণ করলাম – ফজলি, আশ্বিনা ও ল্যাংড়া; ফজলি আমের জিআই স্বীকৃতি আমাদের জন্য বিশেষ কিছু, আমরা অনেক আন্দোলন করে চাঁপাইনবাবগঞ্জবাসী এটি অর্জন করেছি। ধন্যবাদ জাহাঙ্গীর সেলিম স্যার, আমিনুল ইসলাম স্যার, চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশন সহ সকল গণমাধ্যম কর্মী ও চাঁপাইনবাবগঞ্জবাসী যারা একসাথে আন্দোলন করে ফজলি আমের জিআই স্বীকৃতি অর্জন করেছি। আম চাষী ভাইদের জন্য — “হাল ছেড়ো না বন্ধু; আমরা করব জয়, আমরা করবো জয় ” ইনশাআল্লাহ।