প্রয়াসের মাসিক সমন্বয় সভা
চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন এবং সভা পরিচালনা করেন পরিচালক মুখলেছুর রহমান। দিনব্যাপী অনুষ্ঠিত সমন্বয় সভায় উপস্থিত ছিলেন- জ্যেষ্ঠ উপপরিচালক নাসের উদ্দীন সজল, সহকারী পরিচালক তাজেমুল হক, সহকারী পরিচালক (নিরীক্ষণ) আবুল খায়ের খান, সহকারী পরিচালক জুলফিকার আলী ও মমিনুল ইসলাম, কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, কর্মসূচি ব্যবস্থাপক ফিরোজ আলম ও ফারুক আহমেদ এবং সকল আঞ্চলিক ব্যবস্থাপক, কৃষি-মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাসহ বিভিন্ন প্রকল্পের ব্যবস্থাপকগণ।সভায় প্রয়াসের চলমান কার্যক্রম ও সংস্থার কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি বিষয়ে আলোচনা হয়।
নাচোলে প্রয়াসের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির উদ্যোগে টেকসই আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উদ্যোক্তা যুবদের কৃষিভিত্তিক দুই দিনের ভিডিওভিত্তিক এ প্রশিক্ষণে ২৫ জন যুবক অংশগ্রহণ করেন।পর্যায়ক্রমে আরো তিন ব্যাচে ৭৫ জন যুবকে এ ধরনের প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ গ্রহণ করে তারা মাছ, গরু ছাগল, হাঁস-মুরগি পালনসহ কৃষিভিত্তিক কাজ করে নিজের পায়ে দাঁড়াবেন।পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ’র সহযোগিতায় প্রয়াসের সমৃদ্ধি কর্মসূচির উন্নয়নে যুবসমাজ কার্যক্রমের আওতায় ‘স্বপ্ন আমার উদ্যোক্তা হব’ শীর্ষক এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।বৃহস্পতিবার প্রশিক্ষণ গ্রহণকারী যুবদের মাঝে সনদ বিতরণ করা হয়। পিকেএসএফের তৈরি প্রশিক্ষণের ভিডিও সঞ্চালনা করেন প্রয়াসের সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী উজ্জল হোসেন।
রহনপুরে প্রয়াসের মাছের পোনা বিতরণ
চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মৎস্যচাষি ৯ জন সদস্যদের মধ্যে ১৫ হাজার দেশী শিং ও দেশী মাগুর মাছের পোনা বিতরণ করা হয়েছে।রবিবার প্রয়াসের ইউনিট-৭ রহনপুর কার্যালয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহায়তায় পোনাগুলো বিতরণ করা হয়। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সমন্বিত কৃষি ইউনিট (মৎস্যখাতে)’র আওতায় এসব পোনা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রহনপুর ইউনিট ব্যবস্থাপক মো. জামাল হোসেন, প্রয়াসের মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সহকারী মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমাম, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এমদাদুল হক, রহনপুর শাখার হিসাবরক্ষক ও অফিসারগণ।প্রয়াসের মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক মৎস্য চাষিদের মাছের পোনা ছাড়ার নিয়ম, নিয়মিত সম্পূরক খাবার প্রয়োগ, মাঝেমধ্যে জাল টেনে মাছের স্বাস্থ্যগত পরীক্ষা, শীতকালে মাছের ক্ষত রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষার জন্য পুকুরে ১৫-২০ দিন পর পর চুন ও লবণ দেয়ার পরামর্শ প্রদান করেন। Post navigation ← Previou